১১ ভারতীয় সহ শ্রীলঙ্কায় ইস্টারের দিন গির্জায় নিহতদের দেওয়া হবে ‘সন্ত’এর মর্যাদা, পদক্ষেপ ক্যাথোলিক চার্চের

ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালের এপ্রিল মাসে। দিনটি ছিল ২১ এপ্রিল। আর চার পাঁচটা ইস্টার উদযাপনের মতোই সেদিন চার্চে গিয়েছিলন অনেকে। এরপরই ৯ আত্মঘাতী জঙ্গির তাণ্ডব। সেদিন শ্রীলঙ্কার ৩ টি চার্চ ও তিনটি বিলাসবহুল হোটেলে তাণ্ডব চালায় আইএসআইএস জঙ্গিদের সঙ্গে সম্পর্কিত গোষ্ঠী ন্যাশনাল তওহিদ জামাত। ২০১৯ সালের সেই সময় গির্জায় প্রার্থনারতদের সেই মৃত্যুর রক্তাক্ত স্মৃতি আজও তাজা রয়েছে শ্রীলঙ্কার মানুষের মনে। এবার সেই ঘটনায় ২৭৩ জনকে ‘সন্ত’ এর মর্যাদা দিতে চলেছে শ্রীলঙ্কার ক্যাথোলিক চার্চ। যে ২৭৩ জনের মধ্যে রয়েছেন ১১ ভারতীয়।

কলম্বোর আর্চবিশপ কার্ডিনাল ম্যালকম রঞ্জিত বলেন,’নিজের আত্মত্যাগের ৫ বছর পর একজনকে সন্ত মর্যাদা দেওয়া হয়। সেই মতো আমরা এবার ইস্টার রবিবারে ২১ এপ্রিলের নিহতদের সন্তের মর্যাদা দিতে চলেছি।’  তিনি বলছেন, ‘যাঁরা ২০১৯ সালের এপ্রিল মাসে চার্চে মারা গিয়েছিলেন তাঁরা যা বিশ্বাস করেছিলেন তার জন্য তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁরা গির্জায় এসেছিলেন কারণ তাঁরা খ্রিস্ট ধর্মে বিশ্বাস করেছিলেন।’ গত ৫ বছর ধরে ম্যালকম রঞ্জিত গির্জায় নিহতদের ন্যায় বিচার পাইয়ে দিতে সরকারের বহু দফতরে ঘুরেছেন। তিনি দাবি করেন, যে তদন্ত চলছে, তা তদন্তের নামে প্রহসন। রাজনৈতিকভাবে ঢাকা দেওয়ার চেষ্টা।  তিনি বারবার এই হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্তকারী গোষ্ঠীর হস্তক্ষেপ চেয়েছিলেন। দাবি করেছিলেন যাতে আন্তর্জাতিক তদন্তকারী গোষ্ঠী ওই মামলায় পদক্ষেপ করে। এদিকে, শ্রীলঙ্কার সরকার জানায়, তারা এই হামলার ঘটনায় শতাধিক জনকে গ্রেফতার করেছে। চলছে তদন্ত। উল্লেখ্য, ২০১৯ সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের চেয়ারে ছিলেন মাত্রিপালা সিরিসেনা। সেই সময় ভারত থেকে গোপন গোয়েন্দাসূত্রে খবর গিয়েছিল যে শ্রীলঙ্কায় এমন একটি হামলা হতে পারে। তবে তাতে সেভাবে সিরিসেনার প্রশাসন আমল দেয়নি বলেও অভিযোগ রয়েছে।

( Ram Lalla Jewellery: সুক্ষ্ম সোনার সুতোর অঙ্গবস্ত্রে সেজেছেন রামলালা, অযোধ্যার বিগ্রহে রয়েছে কোন কোন গয়না?)

এদিকে, ২০১৯ সালে শ্রীলঙ্কায় মর্মান্তিক ঘটনার জেরে সিরিসেনা ও পুলিশের উচ্চপদস্থ মহলকে নির্দেশ দেওয়া হয় ঘটনার শিকারদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। যে পরিমাণ অর্থ সেসময় দেওয়ার কথা বলা হয়েছিল, সেই পরিমাণ অর্থ এখনও মৃতদের পরিবার পায়নি বলে খবর। তাঁরা ক্ষতিপূরণের টাকার একটা অংশ পেয়েছেন বলে খবর। এদিকে, সিরিসেনা তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে, গোটা ঘটনায় শ্রীলঙ্কার তৎকালীন প্রতিরক্ষায় গাফলতিকে দায়ী করেন।