IPL 2024 likely to be played from March 22 to May 26, know in details

মুম্বই: আইপিএলের ১৭তম সংস্করণ শুরু কবে? 

জল্পনা চলছেই। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সূত্রে খবর, আইপিএলের জন্য সময়সূচি মোটামুটি চূড়ান্ত করা হয়েছে। ২২ মার্চ থেকে শুরু হয়ে ২৬ মে পর্যন্ত চলতে পারে আইপিএল। 

সূত্রের খবর, উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL) আয়োজন করা নিয়ে ইতিমধ্যেই স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। ২২ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৭ মার্চ পর্যন্ত চলতে পারে ডব্লিউপিএল। তার পাঁচদিন পর থেকে শুরু হতে পারে আইপিএল। তবে সূচি চূড়ান্ত করার আগে দেখা হবে লোকসভা ভোটের দিনক্ষণ। অনেকের আশঙ্কা, লোকসভা ভোটের জন্য পুরো আইপিএল ভারতের মাটিতে নাও হতে পারে। কারও কারও মনে হচ্ছে, আইপিএল আংশিকভাবে দেশের মাটিতে হতে পারে। একটা অংশ হতে পারে ভিনদেশে। যেমন হয়েছিল ২০০৯ সালে হয়েছিল। আইপিএলের একটা অংশ হয়েছিল দক্ষিণ আফ্রিকায়।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এবারের পুরো আইপিএলই দেশের মাটিতে করতে মরিয়া। ফলে লোকসভা নির্বাচনের দিনক্ষণ দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। 

তবে ২২ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত আইপিএল চললে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কঠিন চ্যালেঞ্জ হবে ভারতীয় দলের। কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মাত্র দিন পাঁচেক হাতে সময় পাবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। কারণ, ২ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের প্রথম ম্যাচ অবশ্য ৫ জুন। প্রতিপক্ষ আয়ার্ল্যান্ড।

সূত্রের খবর, বেশিরভাগ বোর্ড থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডকে আশ্বাস দেওয়া হয়েছে যে, আইপিএলের ফাইনাল পর্যন্ত সে দেশের ক্রিকেটারদের ছাড়া হবে। ফাইনালে বিদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে সমস্যা হবে না ফাইনালিস্ট দলের। 

এর আগে ২০০৯ ও ২০১৪ সালে লোকসভা নির্বাচন ও আইপিএল একসঙ্গে হয়েছিল। ২০০৯ সালে পুরো প্রতিযোগিতা দক্ষিণ আফ্রিকায় হয়েছিল। ২০১৪ সালে কিছুটা ভারতে ও কিছুটা সংযুক্ত আরব আমিরশাহিতে হয়েছিল। তবে এ বছর পুরো প্রতিযোগিতা ভারতেই করা সম্ভব হবে বলে আশাবাদী বোর্ড। তবে তার জন্য আগে লোকসভা নির্বাচনের সূচি তাদের জানতে হবে। সেই জন্যই অপেক্ষা করছে বিসিসিআই।

আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২ টেস্ট থেকে সরে দাঁড়ালেন কোহলি, বোর্ডের ঘোষণায় তীব্র জল্পনা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

রামভূমি অযোধ্যার দর্শন করুন এবিপি মেটাভার্সে। ক্লিক করুন।

আরও দেখুন