Flight Ticket to Ayodhya: ফ্ল্যাট কিনলেই মিলবে অযোধ্যার টিকিট

প্রভু শ্রীরামচন্দ্র। সুদীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অযোধ্যায় রামচন্দ্র তাঁর মন্দিরে প্রতিষ্ঠিত হলেন। আর সেই মূর্তি প্রতিষ্ঠার উত্তেজনা এবার রিয়েল ঝড় তুলল এস্টেট বাজারে। একাধিক রিয়েল এস্টেট সংস্থা এই উত্তেজনা কাজে লাগিয়ে আকর্ষণীয় অফার দিচ্ছে। মহারাষ্ট্রের সাতারা এলাকার এক বিল্ডার তো রেডি-টু-মুভ-ইন (Ready to Move-in) ৪ বিএইচকে(4 BHK) রো-হাউসের (Row House) দারুন অফার দিয়েছেন। অফারে বলা হয়েছে, এই ফ্ল্যাট বুক করলেই ক্রেতারা বিনামূল্যে অযোধ্যায় যাওয়ার বিমানের টিকিট পাওয়ার সুযোগ পাবেন।

আর এই অফারে মাতোয়ারা ক্রেতারা সাতারার এই প্রজেক্টে ভিড় জমাচ্ছেন। বিল্ডারের মতে, এই অফারে তাঁরা একপ্রকারে লাভবান হয়েছেন। গত সপ্তাহের তুলনায় বিক্রি ৩০ শতাংশ বেড়েছে। শুধু এই অফারের কারণে নয়, আগামী কয়েকমাসের মধ্যে মন্দির উদ্বোধনের সম্ভাবনাও ক্রেতাদের আকর্ষণ করছে। বিশেষ করে ধর্মীয় পর্যটকদের আগমনের আশায় উচ্চমূল্যের সম্পত্তি বিক্রির আশা করছেন অনেক রিয়েল এস্টেট ব্যবসায়ী।

যদিও অনেকের মতে, এই ধরনের আকর্ষণীয় অফার সাময়িক উত্তেজনা বাড়ালেও দীর্ঘমেয়াদী বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করবে না। তাদের মতে, মন্দির উদ্বোধনের পর রিয়েল এস্টেট বাজারে মন্দা দেখা দিতে পারে। তবে বিল্ডাররা আশাবাদী, ধর্মীয় পর্যটকদের আগমন এই মন্দাকে কাটিয়ে উঠতে সাহায্য করবে।

ছত্রপতি সম্ভাজিনগর থেকে অযোধ্যায় কোনো সরাসরি ফ্লাইট নেই। এই অফার কাজে লাগাতে গেলে নতুন ফ্ল্যাট ক্রেতাকে দিল্লিতে যাত্রা করতে হবে এবং সেখান থেকে অযোধ্যায় উড়তে হবে। ছত্রপতি সম্ভাজিনগর থেকে অযোধ্যায় মোটামুটি ১০,০০০ থেকে ১৫,০০০ টাকার ভাড়া হতে পারে। আর অফারে এই খরচ রিয়েল এস্টেট সংস্থাটি বহন করবে। যা একপ্রকারে গ্রাহকদের টানছে।

কনফেডারেশন অফ রিয়েল এস্টেট ডেভেলপারস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ক্রেডাই) এর স্থানীয় অধ্যায়ের সভাপতি বিকাশ চৌধুরী জানিয়েছেন, বিল্ডার এবং ডেভেলপারদের একটি অংশ রামমূর্তি প্রাণ প্রতিষ্টা উপলক্ষে ক্রেতাদের আকর্ষণ করছে। তিনি বলেন, ‘ইভেন্টটি একটি জাতীয় উৎসবে রূপ নিয়েছে। রিয়েলটররা দীপাবলি, গুড়ি পাদওয়া এবং অন্যান্য প্রধান উত্সবগুলিতে স্কিম অফার করে। একই রকম অফার ’

বলাবাহুল্য, অযোধ্যায় রাম মন্দির মূর্তি প্রতিষ্ঠার উত্তেজনা ছত্রপতি সম্ভাজিনগরের রিয়েল এস্টেট বাজারে নতুন মাত্রা এনেছে। এই উত্তেজনা কতদিন টিকে থাকে এবং ভবিষ্যতে বাজারের অবস্থা কেমন হয়, তা সময়ই বলবে।