“Will miss quality player…opportunity for others to step up”: Dravid on Kohli not playing first two Tests against England get to know

হায়দরাবাদ: মাঝে আর মাত্র ১ দিন। এরপরই হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। আর প্রথম ২ টেস্টে বিরাট কোহলিকে (Virat Kohli) পাবে না টিম ইন্ডিয়া। ব্যক্তিগত কারণের জন্য প্রথম দুটো টেস্ট থেকে নাম তুলে নিয়েছেন কিং কোহলি। প্রথম টেস্টের আগে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) মেনে নিলেন যে শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাটের অভাব বোধ করবে দল। অন্যদিকে, তরুণ ক্রিকেটারদের কাছে নিজেদের প্রমাণের সুযোগ থাকছে বলেও মনে করেন ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ।

সাংবাদিক বৈঠকে এসে দ্রাবিড় বলেন, ”যে কোনও দলই বিরাটের মত বিশ্বমানের প্লেয়ারের না থাকাটা মিস করবে, এ ব্যাপারে কোনও দ্বিমত নেই। ও অসাধারণ একজন প্লেয়ার, ওর রেকর্ডই সে কথা বলে। ওর উপস্থিতি দলকে সবসময় চাঙ্গা রাখে। কিন্তু উল্টোদিকটাও যদি দেখি, তবে বলব তরুণ প্লেয়াররা যারা সুযোগ পাবে, তাদের জন্য নিজেদের চেনানোর এর থেকে ভাল মঞ্চ আর হতে পারে না।”

ভারতীয় দলের হেডকোচ আরও বলেন, ”এই দলে অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ারদের মধ্যে রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, কে এল রাহুলরা রয়েছে। যারা দীর্ঘ এক দশক ধরে টেস্টে জাতীয় দলের অংশ। অন্য়দিকে গিল, শ্রেয়সদের মত প্লেয়ার উঠে এসেছে। আমি অবশ্য ওদের তরুণ বলব না। ওরাও অনেকদিন ধরেই স্কোয়াডের সঙ্গে জড়িয়ে রয়েছে। তবে আগামী পাঁচটি ম্য়াচে ওদের কাছে ভাল সুযোগ থাকছে, নিজেদের প্রমাণ করার।”

এদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কে এল রাহুলকে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই দেখা যাবে, এমনটাই জানিয়ে দিলেন রাহুল দ্রাবিড়। কেএস ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে দলের অঙ্গ হলেও, ঋষভ পন্থ, ঈশান কিষাণদের অনুপস্থিতিতে টেস্টে প্রথমবার কেএল রাহুলকে দস্তানা হাতে দেখা গিয়েছিল। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে এমনটা হচ্ছে না। বিশেষজ্ঞ ব্যাটার হিসাবেই রাহুল সিরিজ়ে খেলতে চলেছেন বলে জানিয়ে দিলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ইংল্যান্ডের বিরদ্ধে ভারতীয় দলে ভারতের পাশাপাশি, ধ্রুব জুরেলও সুযোগ পেয়েছেন। দুই বিশেষজ্ঞ কিপারের মধ্যে একজনকেই সিরিজ়ে ভারতের হয়ে কিপিং করতে দেখা যাবে।

ভারতের অনুশীলন সেশনে দ্রাবিড় মঙ্গলবার বলেন, ‘রাহুল এই সিরিজ়ে কিপার হিসাবে খেলবে না এবং আমরা সেটা দলের নির্বাচনের সময় স্পষ্টভাবেই মাথায় রেখেছিলাম। রাহুল দক্ষিণ আফ্রিকায় আমাদের হয়ে দারুণ পারফর্ম করে আমাদের সিরিজ় ড্র করতে সাহায্য করেছিল। কিন্তু দলে তো আমরা দুইটো কিপার নিয়েছি। তবে এই পরিবেশে, পরিস্থিতিতে পাঁচ ম্যাচের লম্বা টেস্ট সিরিজ়ের কথা মাখায় রেখেই নির্বাচনটা বাকি দুই কিপারের মধ্যেই হবে।’

আরও দেখুন