Mamata Banerjee on INDIA Alliance: দশটা-বারোটা যা খুশি চাইছে, জোট নিয়ে কংগ্রেসকে কড়া বার্তা মমতার

বৃহস্পতিবার ন্যায় যাত্রা নিয়ে বাংলায় প্রবেশ করবেন রাহুল গান্ধী। তার আগে তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে সুসম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন রাহুল গান্ধী। কার্যত জোট বার্তাও দেন তিনি। কিন্তু সেটা বাংলায় কতটা কার্যকরী হবে সেটাও প্রশ্নের।

তবে মঙ্গলবার কালীঘাটের বৈঠকে আসন সমঝোতা নিয়ে কংগ্রেসকে কড়া বার্তা দিলেন মমতা। বীরভূম নিয়ে বৈঠকে তিনি জানিয়েছেন, ৪২টি আসনের জন্য় তৈরির জন্য় প্রস্তুত থাকুন। আমরা ২টো আসন ছাড়ব বলেছিলাম। ওরা ১০-১২টা আসনের কথা বলছে। মমতা জানিয়েছেন বৈঠকে, কংগ্রেস আসলে উলটো পালটা আসন চেয়ে সিপিএম বিজেপির সুবিধা করে দিতে চায়। 

মমতা বৈঠকে জানিয়েছেন, আমরা ইন্ডিয়া জোটে আছি। আমি কংগ্রেসকে দুটো আসন ছাড়ব বলেছি। কিন্তু ওরা তিনটে, চারটে, দশটা, বারোটা যা খুশি বলছে। আমি দুটোর বেশি ছাড়ব না বলে দিলাম।

এদিকে  অধীর চৌধুরী বলেন,কংগ্রেসকে আপনার প্রয়োজন ,এটা মিলিয়ে নেবেন।

এদিকে অসমের কামরূপে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী বলেন, আমাদের আসন সমঝোতার ব্যাপারটি চলছে। এর রেজাল্ট আসবে। এই ব্যাপারে এখানে কিছু বলব না। তবে মমতাজির সঙ্গে ব্যক্তিগতভাবে ও পার্টির খুব ভালো সম্পর্ক রয়েছে। কখনও আমাদের কেউ কিছু বলে দেন, কখনও ওদের কেউ কিছু বলে দেন। এটা খুব ন্যাচারাল ব্যাপার। সেসব এতে( আসন বোঝাপড়ায়) বাধা হয়ে দাঁড়াবে না।

এদিকে এর আগে মমতা বলেছিলেন, ইন্ডিয়া জোটের বৈঠকে সবকিছু নিয়ন্ত্রণ করে সিপিআইএম। যে সিপিআইএমের সঙ্গে ৩৪ বছর লড়াই করেছেন, তার কোনও পরামর্শ শুনবেন না। তাঁকে খুব অসম্মান সহ্য করতে হয় বলে দাবি করেন মমতা। কংগ্রেসের নাম না করে তাঁর বক্তব্য, যে রাজ্যে যে দল শক্তিশালী, সেই রাজ্যে সেই দল যাতে লড়াই করে, সেই পরামর্শ দেন। আর ৩০০টি আসনে কংগ্রেসের লড়া উচিত বলে দাবি করেছেন মমতা।

তবে এসবের মধ্য়ে শেষ পর্যন্ত বাংলায় জোট কতটা হবে তা নিয়ে সন্দেহটা থেকেই গিয়েছে। দলের নীচুতলাতেও এনিয়ে জোর আলোচনা চলছে।