Ram Mandir Prasadam Box: রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিন বিশেষ অতিথিদের প্রসাদ বাক্সে কী কী দেওয়া হল?

রঘুপতি রাঘব রাজা রাম স্থাপিত হলেন অযোধ্যায়। ২২ জানুয়ারি অনুষ্ঠিত হল প্রাণ প্রতিষ্ঠার রাজকীয় অনুষ্ঠান। এসেছিলেন গণ্যমান্য নিমন্ত্রিত থেকে আমজনতাও। ধুমধাম করে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের কীভাবে সেবা করলেন প্রধানমন্ত্রী? রামলালার প্রসাদ হিসাবে ঠিক কী কী দিলেন তাঁদের? প্রসাদের বাক্সে কী কী খাবার ছিল। সবটাই জেনে নিন।

  • কী কী ছিল প্রসাদের বাক্সে?

এদিনের জমকালো অনুষ্ঠানে দেশ বিদেশের সাধু-সন্ন্যাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিল্পপতি, চলচ্চিত্র শিল্পী, ক্রীড়াবিদসহ প্রায় সাত হাজার মানুষ অংশগ্রহণ করেছেন। সংগঠনের জাতীয় সভাপতি কমল ভাই রাওয়াল বলেন, সাধু-মহারাজদের আবাসন ও খাবারের ব্যবস্থাসহ মহাপ্রসাদ তৈরির দায়িত্ব তাঁদের উপরই অর্পণ করা হয়েছিল। এরপর আমন্ত্রিতদের জন্য বিশেষভাবে আয়োজিত অনুষ্ঠান শেষে ওই প্রসাদ বিতরণ করা হয় সভাপতি নরেন্দ্র মোদির তরফে। দেখে নেওয়া যাক, প্রসাদ বাক্সটি কেমন ছিল।

ইতিমধ্যেই, মুম্বাইয়ের এক পাপাড়াৎজি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে প্রকাশ্যে এসেছে ওই বাক্সের ভিডিয়ো। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, রাম মন্দিরের একজন পুরোহিতকে বাক্সটি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। বাক্সে কী কী আছে, তা জিজ্ঞাসা করায় তিনি বলছেন যে পাঁচ ধরনের লাড্ডু, সরয়ু নদীর জল, হনুমান গড়ির সিঁদুরের বাক্স সহ আরও অনেক কিছু রয়েছে।   বাক্সে ছিল গুড়ের রাবড়ি, ঘি মাওয়া লাড্ডু, রামদানা চিক্কি, তুলসি ডাল, অক্ষত এবং রোলি, রাম দিয়া এবং এলাচের বীজ।

সূত্রের খবর, লখনউয়ের বিখ্যাত ভোগের দোকান থেকে তৈরি করা হয়েছে অযোধ্যা রাম মন্দিরের প্রসাদ বাক্স। আর বাক্সে অন্তর্ভুক্ত ওই সাত প্রসাদ মূলত অতিথিদের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখেই বানানো হয়েছে। 

এর আগে, একটি পিটিআই প্রতিবেদনে জানানো হয়েছিল যে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের নির্দেশনায় গুজরাটের জাফরান সেনা ভারতী গারভি এবং সন্ত সেবা সংস্থা ‘মহাপ্রসাদের’ ২০,০০০-এরও বেশি প্যাকেট প্রস্তুত করেছিল। জানা গিয়েছে, প্রায় ২০০ জনের একটি দল খাঁটি ঘি, পাঁচ ধরনের শুকনো ফল, চিনি এবং বেসন সহ ৫০০০ কেজিরও বেশি উপাদান থেকে এই হেভি ওয়েট প্রসাদ তৈরি করেছিল।