Six Indians Feature As ICC Announce ODI Team Of The Year For 2023

দুবাই: বিশ্বকাপে নাগাড়ে ১০ ম্যাচ জিতেও খেতাব জিততে পারেনি ভারতীয় দল। তবে আইসিসির বর্ষসেরা ওয়ান ডে দলে (ICC ODI Team of the Year) ভারতীয় তারকাদের রমরমা। দলের ১১ জন খেলোয়াড়ের মধ্যে ছয়জনই ভারতীয় দলের। এমনকী দলের নেতৃত্বেও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাই (Rohit Sharma)।

আইসিসি সদ্যই তাঁদের ওয়ান ডের বর্ষসেরা একাদশ বেছে নিয়েছে। সেখানে ভারতীয় দলের দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিলকেই (Shubman Gill) ওপেনার হিসাবে বহাল রাখা হয়েছে। ২০২৩ সালে অধিনায়ক রোহিত নিজের নেতৃত্বে তো নজর কেড়েইছেন। পাশাপাশি ব্যাটিংয়ে তাঁর আগ্রাসী মনোভাবও সকলের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। ৫২ গড়ে গত বছর ১২৫৫ রান করেছেন রোহিত। অপরদিতকে, গিল গত বছর ওয়ান ডে ফর্ম্যাটে সর্বাধিক ১৫৮৪ রান করেছেন। তিনি পাঁচটি শতরানও হাঁকিয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে ফাইনালে দুরন্ত শতরান হাঁকানো ট্র্যাভিস হেডও রয়েছেন একাদশে।

বিরাট কোহলি (Virat Kohli) গত বছর বিশ্বকাপেই সচিনের রেকর্ড ভেঙে ওয়ান ডে ফর্ম্যাটে সর্বাধিক ৫০টি শতরান হাঁকানোর মালিক হন। তিনিও রয়েছেন এই তালিকায়। মহম্মদ শামি (Mohammed Shami) বছরের শুরুতে ভারতীয় একাদশে সুযোগ না পেলেও, বিশ্বকাপ শেষ হতে হতে তিনি প্রমাণ করে দেন কেন তিনি বর্তমান বিশ্বের অন্যতম সেরা বোলার। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক তো বটেই, বিশ্বকাপে প্রথম ভারতীয় হিসাবে ৫০ উইকেট নেওয়ার গণ্ডিও পার করেন শামি। তাই তাঁর এই তালিকায় থাকাটা একেবারেই বিস্ময়কর নয়।

ভারতীয় স্পিনার কুলদীপ যাদবই (Kuldeep Yadav) ২০২৩ সালে ওয়ান ডের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। তিনি ৫০ ওভারের ফর্ম্যাটে মোট ৪৯টি উইকেট নিয়েছিলেন। তাঁর পাশাপাশি ৪৪ উইকেট নেওয়া মহম্মদ সিরাজও (Mohammed Siraj) বর্ষসেরা ওয়ান ডে দলে সুয়োগ পেয়েছেন। এছাড়া একাদশে দুই দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটারও সুযোগ পেয়েছেন। রয়েছেন এক কিউয়িও।

আইসিসির বিচারে বর্ষসেরা ওয়ান ডে দল:-

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ট্র্যাভিস হেড, বিরাট কোহলি, ড্যারেল মিচেল, হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার), মার্কো জানসেন, অ্যাডাম জাম্পা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মহম্মদ শামি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে খেলবেন রাহুল, নিশ্চিত করলেন কোচ দ্রাবিড়, ইংল্যান্ড সিরিজ়ে কিপিংয়ে কে?