SSC Scam: ED দফতরে হাজিরা দিলেন পার্থর আর্থিক সাম্রাজ্যের পাহারাদার ভজা

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির জিজ্ঞাসাবাদের মুখে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ভজা। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি যে ওয়ার্ডে কলকাতা পুরসভার সেই ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। এর আগেও একাধিকবার ভজাকে তলব করেছিল ইডি। তবে হাজিরা এড়িয়েছিলেন তিনি। এবার হাজিরা দিলেন ভজা ওরফে পার্থ সরকার।

গত ডিসেম্বরে ভজাকে তলব করে ইডি। কিন্তু ‘সময় লাগবে’ বলে বাজিরা এড়ান তিনি। গত ১৯ জানুয়ারি তাঁকে ফের তলব করেছিল ED. এবার হাজিরা দিলেন ভজা।

ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মূল সুবিধাভোগীদের কাছে যারা সরাসরি টাকা পৌঁছে দিতেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ভজা। কার্যত পার্থ চট্টোপাধ্যায়ের আর্থিক সাম্রাজ্য দেখা শোনা করতেন তিনি। নিয়োগ দুর্নীতির তদন্তে গ্রেফতার কুন্তল ঘোষ ইডিকে জানিয়েছেন, ভজাকে কয়েক কোটি টাকা দিয়েছেন তিনি। দুর্নীতির তদন্তে এর আগে একাধিকবার সিবিআইয়ের জেরার মুখোমুখি হয়েছেন ভজা। তবে ইডির মুখোমুখি এই প্রথমবার।

স্থানীয়রা জানাচ্ছেন, পার্থ চট্টোপাধ্যায়ের আস্থাভাজন হওয়াতেই রাজনীতিতে ভজার উত্থান। গত কয়েক দশক ধরে পার্থবাবুর যাবতীয় কারবার দেখাশোনা করেন তিনি। পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী হলে তাঁকে নিজের ওয়ার্ডের কাউন্সিলর করেন তিনি। এর পর পার্থর হয়ে তাঁর বিধানসভা এলাকার কাজও দেখভাল শুরু করেন ভজা।

তদন্তকারীদের অনুমান, পার্থ চট্টোপাধ্যায়ের থেকে পরোক্ষে নিয়োগ দুর্নীতি থেকে লাভবান হয়েছেন ভজা। এমনকী তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের নামে পার্থ বেনামি বিনিয়োগ করে থাকতে পারেন বলেও অনুমান। সে সব দিক খতিয়ে দেখতেই ভজাকে লাগাতার জেরা করছে ED.