Bangla Jokes Collection: সকাল সকাল হাসতেই হবে কিন্তু! বুধবারে জমিয়ে হোক মজা, পড়ুন দিনের সেরা ৫ জোকস

১। একটা ছোট বাচ্চা চোখ দেখাতে গেল ডাক্তারের কাছে। ডাক্তার তাকে বললেন

: খোকা তুমি ডান চোখ বন্ধ করে এ লেখাটি পড়ার চেষ্টা কর।

বাচ্চাটি ডান বাম বুঝতে পারল না। ডাক্তার তখন বললেন ‘ঠিক আছে তুমি তোমার ডান হাত দিয়ে ডান চোখ চেপে ধরে এ লেখাটি পড়ার চেষ্টা কর।’

এবারও বাচ্চাটি ডান হাত বাম হাত গুলিয়ে ফেলল। ডাক্তার ধৈর্য হারালেন না। তিনি এবার নতুন বুদ্ধি করলেন। একটা কাগজে দুটো ফুটো করলেন। এবার একটা ফুটো তিনি নিজেই চেপে ধরে অন্য ফুটোটি বাচ্চার এক চোখের সামনে ধরে বললেন, এবার পড় তো লেখাটি-বাচ্চাটি ফুঁপিয়ে কেঁদে উঠল।

: কী হল তোমার?

: ই ই ই আমি বড় ভাইয়ের মতো কাচের চশমা চাচ্ছিলাম আর আপনি দিচ্ছেন কাগজের চশমা….

(আরও পড়ুন: মুখ গোমড়া কেন? সকাল সকাল হাসতেই হবে! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন বিন্দাস)

২। বহু দিন পর দুই ঠগবাজের দেখা।

প্রথম জন: এই দাঁত দিয়ে তুই তোর চোখ কামড়াতে পারবি ?

দ্বিতীয় জন: পারলে কত টাকা দিবি ?

প্রথম জন: পাঁচ শ’ টাকা । বাজি রইল।

দ্বিতীয় ঠগবাজ তার পাথরের চোখটা বের করে দাঁত দিয়ে কামড় দিল।

বাজি হেরে প্রথম ঠগবাজ ভাবল অন্য চোখটা তো আর পাথরের হতে পারে না। বলল, বাকি চোখটা যদি দাঁত দিয়ে কামড়াতে পারিস তা হলে এক হাজার টাকা পাবি।

দ্বিতীয় ঠগবাজ হ্যাঁ করে তার বাঁধানো দু’পাটি দাঁত বের করে চোখটি কামড়ে বলল, দে টাকা।

(আরও পড়ুন: শনিবার সকালে ছুটুক হাসির ফোয়ারা! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, মনখারাপ সব পালাক)

৩। ছোটকু দাদির কাছে চিঠি লিখছিল। ‘দাদিইইইই! কেমন আছওওও? আমি ভালোওওওও!…’

পিছনে এসে দাঁড়ালেন মা। বললেন, ‘সেকি! তুই এভাবে লিখছিস কেন?

ছোটকু: দাদি তো কানে কম শোনেন, তাই চিৎকার করে বলছি!

(আরও পড়ুন: রবিবার সকালে হাসতেই হবে! পড়ুন দিনের সেরা ৫ জোকস, ছুটির দিনটা কাটান দারুণ ভাবে)

৪। চিকিৎসক: আপনার দাঁত ভাঙল কী করে?

রোগী: আর বলবেন না, আমার বউয়ের বানানো রুটিগুলি এত শক্ত হয়…

চিকিৎসক: বউকে বলবেন, যেন একটু নরম করে রুটি বানায়।

রোগী: বলেছিলাম বলেই তো এই দশা!

(আরও পড়ুন: আজ মন খুশি রাখার মতো একটা দিন! সোমবার সকালে পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৫। ইলেকট্রিক চেয়ারে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে এমন একজন আসামিকে জিজ্ঞেস করা হল

: মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছা কী?

: পূরণ করা হবে?

: অবশ্যই।

: তাহলে দাঁড়িয়ে মরতে চাই।