Mamata on INDIA Alliance: পিন্ডি চটকে গেল ইন্ডি জোটের? কং-এর সঙ্গে জোটে না করে মমতা বললেন, যা হবে ভোটের পর

রাহুলের জোটবার্তাকে খণ্ডন করে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে কোনও আসন সমঝোতার সম্ভাবনা কার্যত উড়িয়ে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বেলা ১২টা নাগাদ হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড থেকে বর্ধমান উড়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, বাংলার ব্যাপারে আমার সঙ্গে কোনও সম্পর্ক নেই। অল ইন্ডিয়ায় কী করব না করব আফটার ইলেকশন ভাবব।

মঙ্গলবার গুয়াহাটিতে ভারত জোড়ো ন্যায় যাত্রার সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। সময়মতো তার ফল আপনারা জানতে পারবেন। মমতাদির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। হ্যাঁ, এটা ঠিক যে মাঝে মাঝে আমাদের বা ও ওদের কেউ জোট নিয়ে বিরূপ মন্তব্য করে ফেলেন। তবে তা জোটের পথে বাধা হবে বলে মনে হয় না।

রাহুল গান্ধীর এই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া চাইলে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘না, আমার কোনও কথা হয়নি। আমার সঙ্গে কারও কোনও কথা হয়নি। আমি প্রস্তাব দিয়েছিলাম। ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একা লড়ব’। 

অভিমান করে মমতা বলেন, ‘আমরা ইন্ডিয়া জোটে আছি। কখনও একবারও জানিয়েছে, দিদি আমি আপনার রাজ্যে যাচ্ছি? না, জানায়নি। তাই বাংলার ব্যাপারে আমার সঙ্গে কোনও সম্পর্ক নেই। অল ইন্ডিয়ায় কী করব না করব আফটার ইলেকশন ভাবব। আমরা সেকুলার পার্টি। আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার করব। এটা এখন কোনও চর্চা নেই, মিথ্যে কথা। অ্যাবসোলিউটলি রং’।

লোকসভা ভোটের আগে জোটের সম্ভাবনা খারিজ করে মমতা বলেন, ‘জোটটা কারও একার নয়। রিজিওনাল পার্টিরা আমরা এক থাকব। আমরা তো বলেছি ৩০০ সিটে (কংগ্রেস) একা লড়াই করুক। রিজিওনাল পার্টি বাদবাকি সিটে লড়াই করবে। সেখানে ইন্টারফেয়ার করবে না। সেখানে যদি ইন্টারফেয়ার করে, তাহলে আমরা বুঝব অন্যরকম’।

মমতার বক্তব্য নিয়ে কংগ্রেসের এক মুখপাত্র বলেন, ‘বিজেপির হাত শক্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে একথা বলতেই হত। নইলে দিল্লির বাবুরা খুশ হবে না। রাজ্যের কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি ও অত্যাচারের বিরুদ্ধে যেমন লড়েছে তেমনই লড়াই জারি থাকবে।’

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কোচবিহার দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে চলেছে রাহুলের যাত্রা। মমতা জোট বার্তা খারিজ করার পর এবার দেখার তিনি সম্মুখসমরে অবতীর্ণ হন কি না।