Rajat Patidar Set To Replace Virat Kohli In Indian Squad For First Two Test Vs England, Claim Reports

মুম্বই: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই হায়দরাবাদের রাজীব গাঁধী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমে পড়বে ভারতীয় দল (Indian Cricket Team)। তবে সেই ম্যাচে বিরাট কোহলিকে (Virat Kohli) খেলতে দেখা যাবে না। তিনি প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর বদলে ভারতীয় দলে ডাক পেলেন রজত পাতিদার (Rajat Patidar)।

ব্যক্তিগত কারণেই বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়ান বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়। যদিও তাঁর সরে দাঁড়ানোর নির্দিষ্ট কোনও কারণ জানায়নি ভারতীয় বোর্ড। বরং জানিয়েছে, এ নিয়ে যেন জল্পনা না করা হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের বিবৃতিতে লেখা হয়েছে, ‘অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কথা বলেছেন বিরাট। টিম ম্যানেজমেন্ট, নির্বাচকদের সঙ্গেও কথা বলেছেন। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা সব সময় তাঁর কাছে প্রাধান্য পেয়ে এসেছে। কিন্তু এমন কিছু ব্যক্তিগত পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ওঁর উপস্থিতি প্রয়োজন।’ 

কোহলির বদলি হিসাবে কোনও ক্রিকেটারের নাম সরকারিভাবে ভারতীয় বোর্ডের তরফে এখনও ঘোষণা করা না হলেও, একাধিক রিপোর্ট অনুযায়ী বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সতীর্থ পাতিদারকেই তাঁর বিকল্প হিসাবে ভারতীয় নির্বাচকরা বেছে নিয়েছেন। মধ্যপ্রদেশ ব্যাটার গত বছরের শেষের দিকেই দক্ষিণ আফ্রিকা সফরে নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটান। রামধনুর দেশে ভারতীয় ‘এ’ দলের হয়েও লাল বলের ক্রিকেট খেলেন তিনি।

সম্প্রতি লাল বলের ক্রিকেটে অনবদ্য ফর্মে ছিলেন পাতিদার। গত সপ্তাহে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ১৫১ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন পাতিদার। লায়ন্সদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও ১১১ রানের ইনিংস খেলেন পাতিদার। এই দুরন্ত পারফরম্যান্সেরই সুফল পেলেন তিনি। অবশ্য বুধবার থেকে শুরু হতে চলা ভারত ‘এ’ বনাম ইংল্যান্ড লায়ন্সের দ্বিতীয় বেসরকারি টেস্ট দলেও পাতিদারের নাম রয়েছে। তবে সদ্যই সেই ম্যাচের জন্য রিঙ্কু সিংহকে ডেকে নেওয়া হয়েছে। তাঁকে পাতিদারের বদলি হিসাবেই খেলতে দেখা যাবে বলে অনুমান করা যায়।

পাতিদারের ওয়ান ডে খেললেও অবশ্য এই প্রথম জাতীয় টেস্ট দলে ডাক পাচ্ছেন। তাঁর জাতীয় দলে ডাক আবারও প্রমাণ করে দেয় যে ভারতীয় নির্বাচকরা বর্তমানে অন্তত চেতেশ্বর পূজারা বা অভিজ্ঞ অজিঙ্ক রাহানের দিকে তাকাচ্ছেন না। বরং তরুণ ক্রিকেটারদেরই সুযোগ দিতে আগ্রহী তাঁরা। তবে সরফরাজ খান এবারও দলে ব্রাত্যই রয়ে গেলেন। পাতিদার আদৌ ভারতীয় একাদশে সুযোগ পান কি না এবং পেলে টপ অর্ডার না মিডল অর্ডার, কোথায় ব্যাট করেন, সেটা দেখার বিষয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: ইংল্যান্ডের ‘বাজবল’ থিয়োরি নিয়ে মাথাই ঘামাতে নারাজ টিম রোহিত