রামপুজোর জের, রাজ্যের বেসরকারি ও কেন্দ্রীয় হাসপাতালে পরিষেবায় ধাক্কা

অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে খানিকটা হলেও প্রভাব পড়ল রাজ্যের স্বাস্থ্যব্যবস্থায়। অর্ধেক দিন হাসপাতালে বন্ধ ছিল বহির্বিভাগ। রাজ্য সরকার পরিচালিত হাসপাতালগুলিতে সেই ছবি দেখা না গেলেও, দেখা গেল কেন্দ্র পরিচালিত এবং বেসরকারি হাসপাতালগুলিতে।

অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছিল দিল্লির এইমস হাসপাতালে। সোমবার দুপুর আড়াইটে পর্যন্ত হাসপাতালের ওপিডি বন্ধ রাখার ঘোষণা করা হয়েছিল। এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক শুরু হতে সিদ্ধান্ত বদলায় হাসপাতাল কর্তৃপক্ষ। পুরো দিনই ওপিডি খোলা রাখার সিদ্ধান্ত নেই হাসপাতাল কর্তৃপক্ষ।

পড়ুন। রামলালার জন্য বিশ্বের সবচেয়ে বড় কড়াইয়ে তৈরি বিশাল মাপের হালুয়া, কত কেজি জানেন

তবে এইমস মতো সিন্ধান্তে বদল আনেনি কেন্দ্র পরিচালিত ও বেসরকারি হাসপাতালগুলো। এদিন সকাল থেকে হাসপাতালগুলির স্থায়ী মন্দিরে রামের পুজো শুরু হয়ে যায়। রাম থাকলে না রামের ছবি এনেই পুজো শুরু হয় সকাল থেকে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হাজির ছিলেন এই পুজো দেখতে ও পুজোয় অংশ নিতে। পুজোর শেষে প্রসাদও বিলি করা হয়। প্রসাদে ছিল নারকেল কুচি, মিষ্টি, কুচো ফল, বাতাসা বিলি করা হয়।

পডুন। ‘ভয় লাগছে…’, রাম-বন্দনা দেশজুড়ে, ইয়ে খুদা গাওয়ায় মঞ্চ থেকে নামতে বলা হল স্নিগ্ধজিৎ-কে!

প্রসঙ্গত, এ দিন রেল বোর্ডের নির্দেশে বর্হিভাগের পরিষেবা দুপুর আড়াইটে থেকে শুরু হয়। ফলে জেলা থেকে ডাক্তার দেখাতে আসা অনেক রোগীকেই ফিরে যেতে হয়।

পড়ুন। অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠা, চেম্বারে রামপুজো, প্রসাদ বিলি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারের

আনন্দবাজারের প্রতিবদেন অনুযায়ী, এদিন পুজো আমরি হাসপাতালের এনেক্স বিল্ডিং-এর ছোট্ট মন্দিরে। অন্যদিকে অ্যাপেলোর গণেশ মন্দির পুজোর আয়োজন করা হয়। এই দুটো পুজোয় অংশ নেওয়া কর্মী চিকিৎসরা অবশ্য জানিয়েছেন তাঁরা পরিষেবা জারি রেখেই পুজোয় অংশ নিয়েছেন।