Sports Highlights: সুনীলদের হার, অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে জোকার, দিনের সেরা খেলার খবরের এক ঝলক

<p><strong>কলকাতা:</strong> এএফসি এশিয়ান কাপ থেকে বিদায় ভারতীয় ফুটবল দল। ভারতীয় এ দলে ঢুকে পড়লেন রিঙ্কু সিংহ। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের নানা আপডেট। সম্মানিত হলেন শাস্ত্রী। পুরস্কৃত শামি, বুমরা, গিল। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জোকার। দেখে নিন মঙ্গলবারের খেলার খবরগুলোর এক ঝলক -</p>
<p><strong>এশিয়ান কাপে হার ভারতের</strong></p>
<p>এএফসি এশিয়ান কাপ ফের হার ভারতের। সিরিয়ার বিরুদ্ধে ১-০ গোলে হেরে যেতে হল সুনীল ছেত্রীর দলকে। এএফসি এশিয়ান কাপের সেমিফাইনালে জায়গা করে নিতে সিরিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতেই হত ভারতকে। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধে গোল করে এগিয়ে যায় সিরিয়া। যেই গোল আর শোধ করতে পারেনি <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>। অন্যদিকে, সাত বছর পরে এএফসি এশিয়ান কাপে প্রথম কোনও ম্যাচ জিতল সিরিয়া।</p>
<p><strong>পুরস্কৃত অশ্বিন, বুমরা, শামি</strong></p>
<p>সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে গত চার বছরের চারটি পুরস্কার তুলে নিলেন মহম্মদ শামি (Mohammed Shami), রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Aswin), যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও শুভমন গিল। পুরুষদের ক্রিকেটে বছরের সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয়। যার নাম পলি উমরিগড় অ্যাওয়ার্ড। ২০১৯-২০ মরশুমের জন্য যে পুরস্কার পেলেন মহম্মদ শামি। ২০২০-২১ মরশুমের জন্য সেই পুরস্কার পেলেন রবিচন্দ্রন অশ্বিন। ২০২১-২২ মরশুমের জন্য পেলেন বুমরা ও গত মরশুমের জন্য পুরস্কার পেলেন গিল।</p>
<p><strong>সেমিফাইনালে জোকার</strong></p>
<p>অশ্বমেধের ঘোড়া ছুটেই চলেছে সার্বিয়ান টেনিস তারকার। অস্ট্রেলিয়ান ওপেনের কােয়ার্টার ফাইনালের লড়াইয়ে আমেরিকার টেলর ফ্রিৎজকে হারিয়ে নিজের কেরিয়ারের ১১ তম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেলেন নোভাক (Novak Djokovic)। একই সঙ্গে এই নিয়ে মেলবাের্ন পার্কে টানা ৩৩ ম্যাচ জয়ের নজির গড়লেন জকোভিচ। যা যে কোনও টেনিস প্লেয়ারের সর্বাধিক টানা ম্যাচ জয় অস্ট্রেলিয়ান ওপেনের কোর্টে। ছুঁয়ে ফেললেন মনিকা সেলেসকে। ৩৬ বছরের নোভাক জয় ছিনিয়ে নিলেন ৭-৬ (৭-৩), ৪-৬, ৬-২, ৬-৩ ব্যবধানে।</p>
<p><strong>সম্মানিত শাস্ত্রী</strong></p>
<p><strong>&nbsp;</strong>মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআইয়ের (BCCI) তরফে বর্ষসেরাদের পুরস্কার দেওয়া হবে। সেই অনুষ্ঠানেই সম্মান জানানো হবে কৃতি প্রাক্তনীদেরও। খবর অনুযায়ী, বিসিসিআইয়ের তরফে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেতে চলেছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার রবি শাস্ত্রী (Ravi Shastri) ও প্রাক্তন উইকেটরক্ষক ফারুখ ইঞ্জিনিয়ার (Farokh Engineer)। হায়দরাবাদে এই অনুষ্ঠান আয়োজিত হবে। বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার শুভমন গিলের (Shubman Gill) হাতে উঠতে চলেছে বলেই শোনা যাচ্ছে।</p>