Suryakumar Yadav named ICC T20I Player of the Year for 2023 get to

দুবাই: চোটের জন্য মাঠের বাইরে তিনি এই মুহূর্তে। সম্প্রতি অস্ত্রোপচারও হয়েছে। এরই মধ্যে সুখবর পেলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আইসিসির বিচারে টি-টোয়েন্টিতে (T20 Cricket) বছরের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ডানহাতি এই স্টাইলিস্ট ব্যাটার। টানা দ্বিতীয়বার কুড়ির ফর্ম্য়াটে এই খেতাব জিতে নিলেন সূর্যকুমার। প্রায় পঞ্চাশের কাছাকাছি গড় ও দেড়শোর মত স্ট্রাইক রেট নিয়ে ২০২৩ সালে টি-টোয়েন্টিতে পারফর্ম করেছিলেন।

গত বছর টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ১৭ ইনিংস খেলে ৭৩৩ রান করেছিলেন সূর্যকুমার। ১৫৫-র ওপর স্ট্রাইক রেট ছিল। সূর্যকুমারের প্রতিদ্বন্দ্বী ছিলেন সিকান্দার রাজা, আলপেশ রামজানি ও মার্ক চাপম্যান। কিন্তু সবাইকে টেক্কা দিয়ে অ্যাওয়ার্ড জিতে নিলেন ডানহাতি ব্যাটার। ২০২৩ মরশুমের জন্য আইসিসির এমার্জিং ক্রিকেটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। কিউয়ি অলরাউন্ডার টেক্কা দিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার গেরাল্ড কোয়েৎজেকে। এছাড়াও তালিকায় ছিলেন শ্রীলঙ্কার পেস বোলার দাসুন মধুশনাকা ও ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। ২০২৩ বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রাচিন রবীন্দ্র। তিনি মোট ৫৭৮ রান করেছিলে গোটা বিশ্বকাপে। সেমিফাইনালেও উঠেছিল নিউজিল্যান্ড।

আরও দেখুন