Bar Council Poll: বারের ভোটে হুমকি! মামলার আবেদন, শুনে হতবাক বিচারপতি

নজিরবিহীন আবেদনে হতবাক বিচারপতি। কলকাতা হাইকোর্টের বার অ্যাসেসিয়েশনের ভোটেও শাসকদলের চোখরাঙানির অভিযোগ উঠল। শুধু তাই নয় এ নিয়ে হাইকোর্টে মামলার দায়ের করার আবেদন জমা পড়েছে। যা শুনে ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত।

এই সময়ের প্রতিবেদন অনুযায়ী, মামলার এই আবেদন দেখেই হতবাক হয়েছেন বিচারপতি। কিছুটা ক্ষুব্ধও বটে। তাঁর প্রশ্ন, ‘বারের ভোটেও এই অভিযোগ! নিজেদের কোথায় নামাচ্ছেন? মামলা নেওয়ার আগে, যে দুজনের মধ্যে ঘটনাকে কেন্দ্র করে এই অভিযোগ তাঁদের বক্তব্য  শুনতে চাই।’

এমন মামলা যে হাইকোর্টে হবে তা ভাবতেও পারেনি বিচারপতি। তিনি বলেন, ‘সবাই ব্রাদার লইয়ার।আপনারা কাদের বিরুদ্ধে অভিযোগ করছেন? আমি ভাবিনি কোনও দিন আমাকে এই অভিযোগ শুনতে হবে।’

এর পর তিনি দুজনকে সকাল ১১ টায় সময় আসতে বলেন। তাদের সঙ্গে আগে কথা বলে তারপর সিদ্ধান্ত নেবেন মামলা গ্রহণ করবেন কিনা। 

পড়ুন। হাইকোর্টে সংঘাত, ‘রাজনৈতিক উদ্দেশ্য’ নিয়ে কাজ করছেন সৌমেন সেন, বললেন অভিজিৎ গাঙ্গুলি

প্রতিবেদন অনুযায়ী, এদিন মামলা সূত্র ধরে বর্তমান বার অ্যাসোশিয়েশের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক।বিচারপতি সেনগুপ্তের এলজাসে আসেন। তাঁকে বিষয়টি জানিয়ে বলেন, ‘এ নিয়েও আদালতকে বিচার করতে হবে? এখন থেকে কি এই সবই মামলার বিষয় হবে? ’জবাবে সম্পাদক তাঁকে জানান, এ বিষয়ে কিছুই তিনি জানেন না।

পড়ুন। দেবরাজ–বাপ্পাদিত্যকে সিবিআই তলব, দু’‌জন কাউন্সিলরই ছুটে গেলেন নিজাম প্যালেসে‌

জানা গিয়েছেন, শাসকদলের একদা ঘনিষ্ঠকয়েক জন আইনজীবী ‘সাবাম’ নামে একটি সংগঠন তৈরি করেন। তাঁরা সেই সংগঠনের হয়ে বারের ভোটে লড়তে চান। তাঁদের অভিযোগ, তৃণমূল-সমর্থিত কিছু প্রার্থী ভোটে না দাঁড়ানোর জন্যে চাপ দিচ্ছেন। । ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি বার অ্যাসোসিয়েশনের ভোট। তার আগে এই নিয়ে আদালতের সিদ্ধান্ত জানতে চাইছেন ‘সাবাম’-এর সদস্যরা।