Joe Root Breaks Sachin Tendulkar Record With 29 Run Innings In IND Vs ENG 1st Test

হায়দরাবাদ: আজ থেকে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ইংল্যান্ড (IND vs ENG 1st Test)। এই ম্যাচে ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট (Joe Root) খুব বেশি রান করতে পারেননি বটে। তবে ২৯ রানের ইনিংসেই বড় রেকর্ড গড়ে ফেললেন তিনি। পিছনে ফেললেন সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)।

ভারত বনাম ইংল্যান্ডের লাল বলের ক্রিকেটে এদিন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক ছিলেন সচিন। তবে এই টেস্টে মাত্র ১০ রান করলেই সচিনকে পিছনে ফেলে দেওয়ার হাতছানি ছিল রুটের সামনে। তিনি ২৯ রান করে সচিনকে পিছনে ফেলে দিলেন। ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন জো রুট। ৩২ ম্যাচে ২৫৩৫ রান করেছিলেন সচিন। ৪৮তম ম্যাচে সেই রেকর্ড ভাঙলেন রুট। অক্ষর পটেলের বলে চার মেরেই এই রেকর্ড নিজের নামে করেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক।

শুধু তাই নয়, রুট এই ইনিংসের দৌলতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসাবে চার হাজার রানের গণ্ডি পার করে ফেললেন তিনি। রুট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪৮ ম্যাচ খেলে এখনও পর্যন্ত মোট ৪০১৬ রান করেছেন। তবে রবীন্দ্র জাডেজার বলে শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়েই ২৯ রানে সাজঘরে ফিরতে হয় রুটকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: প্রসাদের তোপের মাঝেই ভিসা জট কাটল শোয়েবের, আসছেন ভারতে