IND vs ENG Day 2 Highlights India ended day 2 at 421/7 with lead of 175 runs Ravindra Jadeja 81 not out at Rajiv Gandhi International Stadium at Hyderabad

হায়দরাবাদ: নিজামের শহর কি এক ডাকাবুকো রাজপুতের কব্জায় চলে গেল!

যিনি ঘোড়া ছোটান। ফার্ম হাউসে রয়েছে অশ্বশালা। তলোয়ারবাজি করেন। এবং একটু আধটু ক্রিকেটও খেলেন।

তিনি, রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। হায়দরাবাদে বল হাতে প্রথম ইনিংসে নিয়েছিলেন তিন উইকেট। যার মধ্যে ছিল ইংল্যান্ডের সেরা ব্যাটার জো রুটের (Joe Root) উইকেটও। ব্যাট হাতেও সমান দাপট রাজপুত জাডেজার। সৌরাষ্ট্রের ক্রিকেটার ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে ৮১ রানে অপরাজিত। প্রথম ইনিংসে ভারত তুলেছে ৪২১/৭। জাডেজার সঙ্গে ক্রিজে রয়েছেন অক্ষর পটেল। ৩৫ রানে অপরাজিত তিনি। ইংল্যান্ডের প্রথম ইনিংসের স্কোরের চেয়ে এখনই ১৭৫ রানে এগিয়ে গিয়েছে ভারত। চালকের আসনে টিম ইন্ডিয়াই। সব কিছু ঠিকঠাক চললে এই ম্যাচ বাঁচানোই এখন ইংল্যান্ড শিবিরের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আরও দেখুন