আমি তালিবান! বিমান উড়িয়ে দেব, ‘মজা’ করে লিখেছিলেন প্রবাসী ভারতীয়, কী জানাল স্প্যানিস কোর্ট?

ব্রিটিশ ইন্ডিয়ান তিনি। তিনি বন্ধুদের কাছে মজা করে লিখেছিলেন, আমি তালিবানের লোক। বিমান উড়িয়ে দেব। লন্ডনের গাটউইক থেকে মেনোরকাগামী বিমান উড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন তিনি। ২০২২ সালে তিনি একথা বলেছিলেন। তবে অবশেষে স্প্যানিশ কোর্ট রেহাই দিল তাকে। 

বিবিসির রিপোর্ট বলছে, আদিত্য ভার্মা নামে ওই ব্যক্তি ২০২২ সালের জুলাই মাসে এসব কথা লিখেছিলন। একটি স্ন্যাপচ্যাট গ্রুপে তিনি লিখেছিলেন, আসার পথেই প্লেন উড়িয়ে দেব। আমি তালিবানের সদস্য। তবে তিনি জানিয়েছিলেন একেবারে ব্যক্তিগতভাবে স্ন্য়াপচ্যাটে এসব কথা বলেছিলাম। মজা করে লিখেছিলাম। পাবলিকের কোনও সমস্যা তৈরি করতে চাইনি। 

তবে মাদ্রিদের বিচারপতি জানিয়েছেন, কোনও বিস্ফোরক মেলেনি তার কাছ থেকে। সেক্ষেত্রে সত্যি সত্যি কোনও হুমকি ছিল বলে মনে হয় না।

তবে ঘটনার প্রায় দেড় বছর পরে বলা হয়েছে, ভার্মার ওই কথা বলার পেছনে কোনও অসৎ উদ্দেশ্য ছিল না এটা পরিস্কার করতে হবে।

এদিকে বন্ধুদের কাছে তিনি যে মেসেজ পাঠিয়েছিলেন সেটা জানতে পেরে যায় ইউকে সিকিউরিটি সার্ভিসেস। ইজিজেট প্লেন সেই সময় মাঝআকাশে। সেই সময়ই ইউকে সিকিউরিটি সার্ভিসেস গোটা বিষয়টি স্প্যানিস কর্তৃপক্ষকে জানান।

এদিকে ঘটনার পরেই দুটি স্প্যানিস ই-১৮ যুদ্ধ বিমানকে পাঠানো হয়। তারা ওই বিমানের প্রতি নজর রাখতে শুরু করে। পরে ওই যুবককে গ্রেফতার করা হয়। দুদিনের জন্য় তাকে স্প্যানিস স্পেশাল সেলে রাখা হয়েছিল। পরে জামিনে মুক্তি পান তিনি।

এরপর ওই ছাত্রকে ২২,৫০০ ইউরো জরিমানা করা হয়। সেই সঙ্গেই যুদ্ধ বিমান নিয়ে যাওয়ার খরচ বাবদ তার কাছ থেকে ৯৫,০০০ ইউরো দাবি করা হয়।

কিন্তু তার মধ্য়েই একটি প্রশ্ন সামনে আসে ওই স্ন্যাপচ্যাট বাইরে এল কীভাবে?

মনে করা হচ্ছিল ওয়াইফাইয়ের মাধ্য়মে এসব কিছু হয়ে থাকতে পারে। কিন্তু এয়ারপোর্টের এক মুখপাত্র বিবিসিকে জানান তাদের নেটওয়ার্কে তেমন কোনও ব্যবস্থা নেই।