BJP State In Charge Full list: কোন রাজ্যে কাকে দায়িত্ব দিল বিজেপি? দেখুন পুরো তালিকা, বাংলায় কে জানেন?

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে বিভিন্ন রাজ্য়ে ঘর গোছাতে শুরু করে দিয়েছে বিজেপি। এবার বিভিন্ন রাজ্যে বিজেপি যে ইন-চার্জ ও সহ ইন চার্জদের নাম ঘোষণা করেছে তার তালিকা দেখে নিন। 

সেই তালিকা অনুসারে জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি জয় পান্ডাকে উত্তরপ্রদেশের দায়িত্বে রাখা হয়েছে। কেরলে থাকছেন প্রাক্তন মন্ত্রী প্রকাশ জাভরেকর। 

রাজ্য ভিত্তিক ইনচার্জ ও সহ ইনচার্জের তালিকাটা একবার দেখে নিন। 

রাজ্য- ইনচার্জ ও সহ ইনচার্জের নাম উল্লেখ করা হল।

আন্দামান নিকোবর- ওয়াই সত্য কুমার

অরুণাচল প্রদেশ- অশোক সিংহল

বিহার- বিনোদ তাওড়ে- দীপক প্রকাশ

চন্ডীগড়- বিজয়ভাই রূপানি

দমন দিউ- পূর্ণেশ মোদী- দুষ্মন্ত পটেল

গোয়া- আশিস সুদ

হরিয়ানা-  বিপ্লব কুমার দেব- সুরেন্দ্র সিং নগর

হিমাচল প্রদেশ- শ্রীকান্ত শর্মা- সঞ্জয় ট্যান্ডন

জম্মু ও কাশ্মীর- তরুণ চুঘ- আশিস সুদ

ঝাড়খন্ড- লক্ষ্মীকান্ড বাজপেয়ী

কর্ণাটক- রাধামোহন দাস আগরওয়াল-সুধাকর রেড্ডি

কেরল- প্রকাশ জাভরেকর

লাদাখ- তরুণ চুঘ

লাক্ষাদ্বীপ- অরবিন্দ মেনন

মধ্যপ্রদেশ- মহেন্দ্র কুমার সিং- সতীশ উপাধ্য়ায়

ওড়িশা- বিজয়পাল সিং তোমার- লতা উসেনড়ি

পুদুচেরি- নির্মল কুমার সুরানা

পঞ্জাব- বিজয়ভাই রুপানি- নরেন্দ্র সিং

সিকিম- দিলীপ জয়সওয়াল

তামিলনাড়ু- অরবিন্দ মেনন- সুধাকর রেড্ডি

উত্তরপ্রদেশ- বিজয়ন্ত জয় পান্ডা

উত্তরাখণ্ড-দুষ্মন্ত কুমার গৌতম

পশ্চিমবঙ্গ- মঙ্গল পান্ডে- অমিল মালব্য ও আশা লাকরা থাকছেন সহ ইনচার্জ হিসাবে। 

এদিকে সম্প্রতি থিম সং প্রকাশ করেছে বিজেপি। দেশের বিভিন্ন রাজ্যে সেই গান বাজছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর ভোটের দামামা বাজানোর দরকার পড়ে না। তিনি উন্নয়নের দামামা বাজান। 

তিনি সম্প্রতি জানিয়েছিলেন, মিডিয়াতে দেখছিলাম বলা হচ্ছে মোদী বুলন্দশহর থেকে ভোটের দামামা বাজাবেন। মোদী উন্নয়নের দামামা বাজান। লাইনের শেষে যে মানুষটা দাঁড়িয়ে আছেন মোদী তাঁর জন্য দামামা বাজান। মোদীর আগেও ভোটের বাদ্যি বাজানোর দরকার পড়েনি এখনও সেই বাদ্যি বাজানোর দরকার নেই মোদীর। আগামীদিনেও দরকার পড়বে না।

তিনি বলেন, সাধারণ মানুষই তাঁর জন্য বিউগল বাজান, তখন মোদীর আর এটা বাজিয়ে সময় নষ্ট করার দরকার নেই। মানুষের সেবার করার জন্য় সময় ব্যয় করব।

তিনি বলেন, মোদী সততার সঙ্গে আপনাদের কাজ করে যাচ্ছে। সেকারণেই এই সরকারের আমলে ২৫ কোটি মানুষ দারিদ্রতা থেকে বেরিয়ে এসেছেন। যারা এখনও দারিদ্রতার মধ্য়ে রয়েছেন তারাও এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনারাই আমাদের পরিবার। আপনাদের মতো সাধারণ পরিবার যখন শক্তিশালী হয়ে যায় সেটাই আমার মূলধন।