Buxa Royal Bengal Tiger: জঙ্গল সাফারিতে দেখা মিলল বাঘের? চোখ ছানাবড়া পর্যটকদের, যত কাণ্ড বক্সায়!

এতদিন ট্র্যাপ ক্যামেরায় বাঘের দেখা মিলেছে বক্সায়। এমনটাই দাবি করা হচ্ছিল। তবে এবার একেবারে ভিন্ন। পর্যটক ও গাইডদের একাংশের দাবি, বক্সায় একেবারে চোখের সামনে বাঘের দেখা মিলেছে। এই ঘটনা কার্যত নজিরবিহীন। এর আগে লেপার্ডের দেখা পাওয়া গিয়েছে জঙ্গল সাফারিতে। কিন্তু এবার একেবারে রয়াল বেঙ্গল টাইগার। এমনটাই দাবি করছেন পর্যটকদের একাংশ।

এদিকে এই দাবিকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে পর্যটকদের মধ্য়ে। দাবি করা হচ্ছে, বৃহস্পতিবার বিকেলে জঙ্গল সাফারিতে গিয়ে বাঘের দেখা পান পর্যটকদের একাংশ। অল্প কিছুক্ষণের জন্য রয়াল বেঙ্গল টাইগারের দেখা মিলেছে বলে দাবি করছেন পর্যটকদের একাংশ। 

এদিকে বক্সায় বাঘ আছে কি নেই এনিয়ে নানা তর্ক বিতর্ক রয়েছে। তবে তার মধ্য়েই এতদিন দাবি করা হচ্ছিল ট্র্যাপ ক্যামেরায় বাঘের দেখা মিলেছে বক্সায়। কিন্তু তা বলে একেবারে চোখের সামনে বাঘ! ইতিমধ্যেই এনিয়ে নানা মহলের তরফে খোঁজখবর করা শুরু হয়েছে। 

এদিকে বক্সায় একেবারে চোখের সামনে বাঘের দেখা মিলেছে এটা যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না অনেকেরই। তবে ওই যে  কথায় আছে,  বিশ্বাসে মিলায় বস্ত তর্কে বহুদূর। তবে পর্যটকদের অনেকেই অবশ্য এনিয়ে তর্ক করে সময় নষ্ট করতে চান না। তাঁরা আপাতত ব্যাগ গুছিয়ে বক্সার অভিমুখে। কারণ তর্ক করলে তো আর বাঘ দেখা যাবে না। যদি বাঘের দেখা মেলে বক্সায় সেকারণে শীতের দিনে এবার গন্তব্য হল বক্সা।

উত্তরবঙ্গ সংবাদের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, গাইড নিতু ভট্টাচার্য জানিয়েছেন, প্রায় ২৩ বছর ধরে এই জঙ্গলে গাইডের কাজ করছি। লেপার্ড বহুবার দেখেছি। এবার পর্যটকদের সাফারি করতে নিয়ে গিয়ে বেঙ্গল টাইগার দেখতে পেয়ে খুব ভালো লাগছে। 

সব মিলিয়ে আশায় দিন গুনছেন পর্যটকরা। এবার যদি সাফারিতে বেরিয়ে সামনে হালুম হয় তবে কী হবে? আর এমন সুযোগ কি আর সবসময় আসে?

বক্সার জঙ্গলে বাঘ আছে কি নেই তা নিয়ে বছরের পর বছর ধরে নানা তর্ক বিতর্ক রয়েছে। তবে তার মধ্য়েই বক্সার জঙ্গলে, নদীর ধারে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল সম্প্রতি। সেই পাগমার্ক পরীক্ষাও করা হয়েছে। তার মধ্য়েই এবার ট্র্যাপ ক্য়ামেরায় ধরা পড়েছিল বাঘের ছবি। আর সেই ছবি দেখে তো হতবাক বনদফতরের আধিকারিকরা। আর এবার একেবারে জঙ্গলে বাঘ দেখা গিয়েছে বলে দাবি করছেন পর্যটকদের একাংশ।