Eastern railway: শিয়ালদহ শহরতলি স্টেশনগুলিয়ে বেআইনি দখলদার মুক্ত করতে অভিযানে নামবে রেল

কিছুদিন আগে শিয়ালদহ দক্ষিণের নেতড়া রেলওয়ে স্টেশন লাগোয়া কারখানায় ভয়াবহ আগুন লাগে। সেই আগুন আশেপাশের বেশ কয়েকটি খাবারের দোকানে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছিল। প্লাটফর্মেও সেই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সে ক্ষেত্রে প্লাটফর্মে আগুন লাগলে রেলের বড়সড় ক্ষতি হয়ে যেত। শুধু তাই নয়, এর ফলে যাত্রীদের যাতায়াতেও সমস্যা তৈরি হয়। এই অবস্থায় স্টেশনে বেআইনি দখলদারদের হটাতে অভিযান শুরু করেছে পূর্ব রেল। বিবৃতি জারি করে পূর্ব রেলের তরফে একথা জানানো হয়েছে।

আরও পড়ুন: ট্রেনের খবর স্পষ্টভাবে যাত্রীদের কাছে পৌঁছতে উদ্যোগ রেলের, শিয়ালদায় প্রযুক্তি

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শহরতলির বেশ কিছু স্টেশনে প্রায়ই দেখা যায় প্যাসেঞ্জারদের দাঁড়ানোর নির্দিষ্ট জায়গাটুকু নেই। তার কারণ প্রচুর দোকান বেআইনিভাবে স্টেশন ও প্লাটফর্ম চত্বরের মধ্যে গড়ে উঠেছে। এরফলে যাত্রীদের অপেক্ষা করার জায়গা ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে। পূর্ব রেল কর্তৃপক্ষের নজরে এসেছে যে ট্রেন যখন আসছে প্ল্যাটফর্মের ওই স্বল্প পরিসরের মধ্যে প্রচুর মানুষ একসঙ্গে কোনও রকমে ট্রেনে ওঠা, নামার চেষ্টা করছেন। তার ফলে বিপদের সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। অনেকে ক্ষেত্রেই এরফলে দুর্ঘটনায় রূপান্তরিত হচ্ছে। এই ধরনের ঘটনা কখনই মেনে নেওয়া যায় না বলে রেলের তরফে জানানো হয়েছে।

দেখা গিয়েছে, শিয়ালদহ ডিভিশনের বিধাননগর, পার্ক সার্কাস, সন্তোষপুর, ঢাকুরিয়া, বাঘা যতীন, গড়িয়া, সুভাষগ্রাম, সোনারপুর, বারুইপুর-সহ বহু স্টেশনে জবরদখল বাড়ছে। এই অবস্থায় সেখানে যাত্রীদের সমস্যাও বাড়ছে। জোর করে অনেকেই প্ল্যাটফর্মের মধ্যে দোকান করছে। প্রসঙ্গত, রেল যাত্রী স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ করে থাকে। রেলের আধিকারিকদের মতে, স্টেশন চত্বরের মধ্যে বেআইনি দোকানগুলিতে একাধারে যেমন পণ্যের গুণগত মান ভালো থাকে না অন্যদিকে, স্টেশন চত্বরের একটি অংশ বেআইনি দখলের মাধ্যমে যাত্রীদের সমস্যা তৈরি করে। এবিষয়ে রেলের তরফে যাত্রীদের কাছে অনুরোধ করা হচ্ছে, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র স্টেশন চত্বরে এই সমস্ত বেআইনি দোকানগুলি থেকে যাতে তারা না কেনেন। প্রাথমিকভাবে এ বিষয়ে যাত্রীদের সচেতন করতে চাইছে রেল। তারপরে রেলের তরফে কড়া পদক্ষেপ করা হবে।