ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ১৬৮ যোদ্ধা হারিয়েছে হিজবুল্লাহ

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ১৬৮ যোদ্ধাকে হারিয়েছে হিজবুল্লাহ। শুক্রবার (২৬ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে গোষ্ঠীটি। এসময় লেবাননের দক্ষিণ সীমান্তবর্তী ইসরায়েলের একাধিক স্থাপনায় হামলা শুরু করার দাবিও জানিয়েছে সশস্ত্র এ গোষ্ঠীটি। ওইসব স্থানে সামরিক লক্ষ্যবস্তু এবং সেনাদের ওপর আঘাত করেছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

হিজবুল্লাহর তথ্যমতে, ইসরায়েলের সঙ্গে চলমান সংঘর্ষে এখন পর্যন্ত ১৬৮ জন যোদ্ধাকে হারিয়েছে তারা। এর মধ্যে সর্বশেষ শুক্রবার রাতে নিহত হয়েছেন চার হিজবুল্লাহ যোদ্ধা।

এছাড়া, শুক্রবার ইসরায়েলের নয়টি স্থানে হামলার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি। এর মধ্যে প্রথম হামলার ঘটনাটি স্থানীয় সময় শুক্রবার সকালে হুনিনের কাছে ঘটে। সেখানে ইসরায়েলি সেনাদের একটি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছিল হিজবুল্লাহ যোদ্ধারা।

এর পর, ওইদিন রাতেই আরও ছয়টি হামলার ঘটনা ঘটে। এর মধ্যে সর্বশেষ হামলাটি ঘটে মধ্যরাতে। তখন ইসরায়েলের মেতুল্লার আশেপাশে সেনাদের লক্ষ্য করে একটি রকেট নিক্ষেপ করে সশস্ত্র এ গোষ্ঠীটি। 

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের সীমান্তে নিয়মিত রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। এর প্রতিক্রিয়ায় লেবাননে হিজবুল্লাহের অবস্থানে পাল্টা হামলা চালিয়ে আসছে ইসরায়েলও।