IND vs ENG Day 3 Tea Break England score 172/5 trailing by 18 runs at Rajiv Gandhi International Stadium at Hyderabad

হায়দরাবাদ: নিজামের শহরে বল ঘুরছে। প্রথম দিন থেকেই। প্রথম ইনিংসে ভারতীয় স্পিনারদের সামনে নাজেহাল অবস্থা হয়েছিল ইংরেজ ব্যাটারদের (IND vs ENG)। ১০টির মধ্যে আটটি উইকেটই নিয়েছিলেন স্পিনার ত্রয়ী।

দ্বিতীয় ইনিংসে অবশ্য ইংল্যান্ডের ব্যাটারদের কালঘাম ছুটিয়ে দিলেন ভারতের ফাস্টবোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। প্রথম ইনিংসেও বল হাতে নজর কেড়েছিলেন। ঘরের মাঠে টেস্ট খেলতে নামা মহম্মদ সিরাজকে যেখানে কার্যত খুঁজেই পাওয়া যাচ্ছে না, সেখানে দুরন্ত স্পেল করে ইংল্যান্ডকে চাপে ফেললেন বুমরা। দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত তাঁর শিকার বেন ডাকেট ও জো রুট। তৃতীয় দিন চা পানের বিরতির সময় ইংল্যান্ডের স্কোর ১৭২/৫। সব মিলিয়ে ভারতের চেয়ে এখনও ১৮ রানে পিছিয়ে রয়েছেন বেন স্টোকরা।

ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG 1st Test) প্রথম ইনিংসে ভারত বিরাট লিড নিয়ে ইংল্যান্ডের জয়ের আশা সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার লক্ষ্যেই মাঠে নেমেছিল। তবে মাত্র ১৫ রান যোগ করেই অল আউট হয়ে গেল ভারত। শূন্য রানের ব্যবধানে তিন উইকেট হারাল টিম ইন্ডিয়া। ৪৩৬ রানেই শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। ৮৭ রান করলেন জাডেজা (Ravindra Jadeja), অক্ষরের সংগ্রহ ৪৪। ১৯০ রানে এগিয়ে গিয়েছিল ভারত।  

এদিনের শুরুতে ভারতের স্কোর ছিল সাত উইকেটের বিনিময়ে ৪২১ রান। রবীন্দ্র জাডেজা শতরানের দিকে অগ্রসর হচ্ছিলেন। অক্ষর ব্যক্তিগত অর্ধশতরান থেকে ঢিল ছোড়া দূরত্বে ছিলেন। ভারতীয় দল নিঃসন্দেহে ৫০০ রানের গণ্ডি পার করার আশায় ছিল। দিনের শুরুটা ভারতীয় দলের দুই অলরাউন্ডার অত্যন্ত দেখে শুনেই করেন। নিয়ন্ত্রিত ইংল্যান্ড বোলিংয়ের বিরুদ্ধে রানই করতে পারছিলেন না জাডেজা-অক্ষর।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে টানছেন অলি পোপ (৬৮ ব্যাটিং)। ৪৭ রান করে ফিরেছেন বেন ডাকেট। বুমরার বলে তাঁর বিরুদ্ধে একবার জোরাল এলবিডব্লিউয়ের আবেদন হয়েছিল। তবে ডিআরএস নেয়নি ভারত। পরে রিপ্লেতে দেখা যায় যে, আউট ছিলেন ডাকেট। তবে তার পরের ওভারেই ডাকেটকে বোল্ড করে দিয়ে ক্ষতিপূরণ করেন বুমরা। অশ্বিন নিয়েছেন ২ উইকেট। এক উইকেট নিয়েছেন রবীন্দ্র জাডেজা।            

আরও পড়ুন: দশহাজারি মনোজ! সাফল্য উৎসর্গ করছেন স্ত্রী সুস্মিতাকে, তবু কেন আক্ষেপ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন