ঘরের মাঠে হারের পর বার্সা ছেড়ে যাওয়ার ঘোষণা জাভির

জানুয়ারিতেই চাপের মুখে পড়ে যান বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেস। দলের একের পর এক হতাশাজনক ফলে সেটা বাড়তে থাকে আরও। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালের কাছে ৪-১ গোলে হার। তার পর বুধবার কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে অ্যাথলেটিক বিলবাওর কাছেও পরাজয় দেখতে হয়েছে। সর্বশেষ লা লিগায় ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ৫-৩ গোলে বিধ্বস্ত হওয়ার পর এমন ঘোষণা ছাড়া আর কোনও সমাধান খুঁজে পাননি তিনি। তাই ম্যাচের পর জানিয়ে দিয়ছেন, মৌসুম শেষ হলেই ক্লাব ছেড়ে যাচ্ছেন। 

অথচ বেশ কিছুদিন আগে নতুন চুক্তিও সেরেছিলেন জাভি। ওই চুক্তি অনুসারে তার থাকার কথা ছিল ২০২৫ সাল পর্যন্ত। জাভি জানিয়েছেন, তিনি সিদ্ধান্তটা নিয়েছেন ভিয়ারিয়াল ম্যাচের পূর্বেই। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি জানাতে চাই, মৌসুমের পর আর বার্সার কোচ হিসেবে থাকবো না।’

ভিয়ারিয়ালের কাছে পরাজয়ে লিগে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে পয়েন্ট ব্যবধান ১০ হয়ে গেছে বার্সার। তাতে মৌসুমে দুই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর লিগেও পথহারা কাতালানরা। গত মৌসুমে ক্লাবকে শিরোপা এনে দিতে পারলেও সার্বিক ব্যর্থতায় সরে যাওয়াকেই সমাধান ভাবছেন জাভি, ‘বার্সা ভক্ত হিসেবে ক্লাবের স্বার্থের দিকটিকেই সবার আগে প্রাধান্য দিয়েছি। ফলে আমার মনে হয়েছে এটাই সঠিক সিদ্ধান্ত। এই ক্লাবের চেয়ে বড় কেউ নয় এবং আমি সব কিছু ছাপিয়ে এই ক্লাবের সমর্থক। আমি ক্লাবটিকে ভালোবাসি।’    

ভিয়ারিয়ালের কাছে পরাজয়টি আবার বার্সার জন্য লজ্জার! লা লিগায় ১৯৬৩ সালের পর এই প্রথম পাঁচ গোল হজম করেছে তারা। সেবার রিয়াল মাদ্রিদের কাছে দলটি ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল। বার্সার দুর্দশার প্রমাণ দিচ্ছে এই তথ্যও- ১৯৫১ সালের পর এবারই প্রথম টানা ম্যাচে চার গোল বা তার বেশি হজম করেছে তারা।