Bharat Jodo Nyay Yatra: রাহুলকে দেখতে ব্যাপক ভিড়, পেলেন না মাইক্রোফোন, কিছু না বলেই ছাড়লেন জলপাইগুড়ি

‘ভারত জোড়া ন্যায় যাত্রা’ বাংলায় পৌঁছানোর পর থেকেই বাধার মুখে পড়েছে। শেষে আড়াই দিনের বিরতির পর আজ রবিবার দুটোর পর জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কিন্তু, এদিনও রাহুল গান্ধী জলপাইগুড়ি এসে পৌঁছানোর পর তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখানোর অভিযোগ সামনে আসে। এদিন জলপাইগুড়ি ছাড়ার আগে দুমিনিট বক্তব্য রাখার কথা ছিল রাহুল গান্ধীর। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে গেল। কার্যত ভিড়ের জন্যই বক্তব্য রাখতে পারলেন না রাহুল গান্ধী। 

আরও পড়ুন: জলপাইগুড়িতে টিম রাহুলের বাস আটকালো পুলিশ, ব্যানার ছেঁড়ার অভিযোগ

রবিবার জলপাইগুড়ি থেকে রাহুল গান্ধীর ন্যায় যাত্রাকে কেন্দ্র করে কার্যত থিকথিকে ভিড় দেখা যায়। ১.৪ কিমি পথ রাহুল গান্ধীকে দেখতে ভিড় জমান আট থেকে আশি। আজ জলপাইগুড়ি শহর থেকে ভারত জড়ো ন্যায় যাত্রার দ্বিতীয় দফার যাত্রার সুচনা করেন রাহুল গান্ধী। এদিন বিমানে করে তিনি বাগডোগোড়া বিমান বন্দরে পৌঁছন। সেখান থেকে সোজা চলে যান শিলিগুড়ি সংলগ্ন এনএইচপিসি সংস্থার অথিতি ভবনে। সেখান থেকে সড়ক পথে জলপাইগুড়ির পাহাড়পুর মোড় হয়ে শহরে প্রবেশ করেন রাহুল গান্ধী। নির্ধারিত পি ডাব্লিউ ডি মোড়ে থেকে পুনরায় হুড খোলা গাড়িতে চড়ে শহরের বড় পোস্ট অফিস মোড় হয়ে থানা মোড় হয়ে পৌঁছন শহরের প্রাণ কেন্দ্র কদমতলায়। যাত্রা শুরু হওয়ার পর দেখা যায় অন্য ছবি। রাহুলকে দেখার জন্য কার্যত জনসমুদ্র নামে। আর তার জেরে মাইক্রোফোন হাতে নিয়ে রাহুলের কাছে পৌঁছতে পারলেন না কংগ্রেস কর্মীরা। 

এদিন জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুরে এক ধাবায় মধ্যাহ্নভোজন করেন রাহুল গান্ধী। পিডব্লুডি মোড় থেকে পদযাত্রা শুরু করেন রাহুল। কংগ্রেসের পরিকল্পনা ছিল, রাহুল গান্ধী কদমতলা মোড়ে পদযাত্রা শেষ করার পর ২ মিনিট বক্তব্য রাখবেন। গাড়িতে করেই তাঁর বক্তব্য রাখার কথা ছিল। তারপর পৌঁছানোর কথা ছিল শিলিগুড়িতে। কিন্তু মাইক্রোফোন না পাওয়ায় জলপাইগুড়ির উদ্দেশ্যে কোনও বার্তা দিতে পারলেন না রাহুল। কোনও বক্তব্য রাখা ছাড়ায় তিনি শিলিগুড়িতে পৌঁছন।