‘‌হিংস্র নেকড়ের মতো পুলিশ মেরেছে’‌, ব্যারাকপুরের ঘটনা নিয়ে কড়া আক্রমণ শুভেন্দুর

ব্যারাকপুরে বিজেপি মিছিল করার নামে গণ্ডগোল করেছে বলে অভিযোগ। আর তার জেরে সেই মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশকে কড়া হাতে দমন করতে দেখা গিয়েছে। ইটবৃষ্টি, জলকামান, কাঁদানে গ্যাসের শেল, লাঠিচার্জের জেরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে ব্যারাকপুর। আজ, সোমবার দুপুরে এই ঘটনা নিয়ে রীতিমতো এবার কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পুলিশের এই অ্যাকশন মুডকে ‘হিংস্র নেকড়ে’র সঙ্গে তুলনা করছেন তিনি। শুভেন্দুর অভিযোগ, ‘এক ঘণ্টা ধরে পুলিশ খুঁজে ও বেছে নিয়ে বিজেপি কর্মী–সমর্থকদের ধরে পেটানো হয়েছে।’

এদিকে একদিন আগেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে গালিগালাজ করেন শুভেন্দু অধিকারী। সেই ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আজ, সোমবার বঙ্গ–বিজেপির এক কর্মসূচির যৌথভাবে আনুষ্ঠানিক ঘোষণা করার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ব্যারাকপুরের ওই মিছিলের নেতৃত্বে ছিলেন সুকান্ত মজুমদার। কিন্তু সেখানে তাঁরা গোলমাল পাকানোয় পুলিশকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। আজ, এই ঘটনায় বিজেপির কর্মী–সমর্থকরা আহত হন বলে অভিযোগ। এই কারণে শুভেন্দুর সঙ্গে যৌথ কর্মসূচিতে থাকতে পারেননি সুকান্ত। আজ বিকেলে কড়া ভাষায় শুভেন্দু নিন্দা করলেন পুলিশের।

অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়ে চাঁচাছোলা ভাষায় কটূক্তি করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। শুভেন্দুর বক্তব্য, ‘‌ব্যারাকপুরে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে বিজেপির কর্মসূচি ছিল। ওই কর্মসূচিতে যা যা ঘটেছে, তা আপনারা দেখেছেন। কোনও প্ররোচনা ছাড়াই হিংস্র নেকড়ের মতো পুলিশ শুধু জলকামান ব্যবহার করেই ক্ষান্ত হয়নি। জলকামানের পরে আমাদের কর্মী–সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে গেলে এক ঘণ্টারও বেশি সময় ধরে খুঁজে, বেছে তাদের পেটানো হয়েছে। ২৫–৩০ জন আহত হয়েছেন। ৬ জনকে ব্যারাকপুর হাসপাতাল থেকে কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হচ্ছে।’

আরও পড়ুন:‌ ‘‌ধৈর্যের একটা সীমা থাকে’‌, অধীরকে কাঠগড়ায় তুলে জোট নিয়ে তুলোধনা অভিষেকের

এছাড়া কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বঙ্গ–বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশের বিরুদ্ধে ইট ছোড়ার অভিযোগ তুলেছেন সুকান্ত। এমনকী প্রচণ্ড লাঠিচার্জ করা হয়েছে বলে অভিযোগ সুকান্ত মজুমদারের। এক পুলিশকর্মীর বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন বালুরঘাটের সাংসদ। আজ বিকেলে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ব্যারাকপুরে বিজেপির ১৫ জন একনিষ্ঠ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমি পুলিশের এই আচরণের নিন্দা করছি। যাঁদের গ্রেফতার করা হয়েছে, নিঃশর্ত মুক্তির দাবি করছি। আতঙ্কে দিশেহারা হয়ে এই ঘটনাগুলি ঘটানো হয়েছে। বিজেপি এটার শেষ দেখে ছাড়বে।’