IND vs ENG: Ravindra Jadeja & KL Rahul ruled out of the second Test, Sarfaraz Khan gets maiden India call up

বিশাখাপত্তনম: ঘরের মাঠে টানা ১৬ টেস্ট সিরিজ জয়ী ভারতীয় শিবিরে উদ্বেগের কালো মেঘ। ইংল্য়ান্ডের (IND vs ENG) কাছে হায়দরাবাদে প্রথম টেস্টে হারতে হয়েছে রোহিত শর্মাদের। খানিকটা অপ্রত্যাশিতভাবেই। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টের আগে জোরাল ধাক্কা খেল ভারতীয় শিবির। ছিটকে গেলেন দলের দুই তারকা ক্রিকেটার।

এমনিতেই ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজের প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। যার জেরে দুর্বল হয়েছে ভারতের ব্যাটিং (Team India)। হায়দরাবাদে ইংল্যান্ডের ২৩১ রানের লক্ষ্যপূরণ করতে গিয়ে ভারতীয় ইনিংস যখন কেঁপে গিয়েছিল, রোহিতরা ম্যাচ হেরেছিলেন ২৮ রানে, অনেকেই কোহলির অনুপস্থিতি নিয়ে হাহুতাশ করেছিলেন।

তবে দ্বিতীয় টেস্টে শুধু কোহলি নন, খেলতে পারবেন না আরও দুই তারকা। কে এল রাহুল (KL Rahul) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। দুজনেরই চোট রয়েছে। জাডেজার হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। রবিবার হায়দরাবাদে রান আউট হয়েছিলেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। সেই রানটি নিতে গিয়েই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন জাডেজা। তাঁকে পায়ে হাত দিয়ে খোঁড়াতেও দেখা গিয়েছিল। সেই চোটের ধাক্কাতেই দ্বিতীয় টেস্টে নেই তিনি।

অন্যদিকে, কে এল রাহুলের ডানদিকের কোয়াড্রিসেপস পেশিতে চোট রয়েছে। তিনিও বিশাখাপত্তনমে খেলতে পারবেন না। তাঁদের বিকল্প হিসাবে সরফরাজ খান, সৌরভ কুমার ও ওয়াশিংটন সুন্দরকে জাতীয় দলে ডাকা হয়েছে। এই প্রথম ভারতের টেস্ট দলে সুযোগ পেলেন সরফরাজ।

 

ভারতীয় ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে, বোর্ডের চিকিৎসকরা রাহুল ও জাডেজা, দুজনেরই চোট পরীক্ষা করছেন। সেই মতো তাঁদের চিকিৎসা হচ্ছে। ওয়াশিংটন ভারতীয় এ দলে ছিলেন। তাঁকে সিনিয়র দলে ডাকায় ভারতীয় এ দলে পরিবর্ত হিসাবে যোগ দিচ্ছেন সারাংশ জৈন। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে শেষ মাল্টি ডে ম্যাচের জন্য। আমদাবাদে ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে যে ম্যাচ। পাশাপাশি বোর্ড জানিয়েছে, আবেশ খান মধ্য প্রদেশের হয়ে রঞ্জি ট্রফিতেই খেলবেন। তবে প্রয়োজনে তাঁকে ডেকে নেওয়া হতে পারে। 

আরও পড়ুন: এক বছর আগেও ছিলেন নিরাপত্তারক্ষী, বল হাতে অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ করে রাতারাতি নায়ক শামার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন