Delhi Airport Security Lapse: দিল্লি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার এ কী দশা! পাঁচিল টপকে রানওয়েতে দৌড় ব্যক্তির

শীতের শুরু থেকেই বারবার বিভিন্ন কারণে খবরে আছে দিল্লি বিমানবন্দর। দেশের অন্যতম ব্যস্ত এবং বড় বিমানবন্দরে অব্যবস্থার নানান চিত্র গত কয়েক মাসে উঠে এসেছে সবার সামনে। এরকমই আরও এক অব্যবস্থার দৃশ্য সামনে এল সম্প্রতি। রিপোর্ট অনুযায়ী, স্বাধীনতা দিবসের একদিন পর, শনিবার রাতে সাড়ে ১১টা নাগাদ একজন ব্যক্তিকে সন্দেহজনক ভাবে একজন ব্যক্তিকে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। পরে সিআইএসএফ এসে সেই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। এই ঘটনায় দেশের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।

কী ঘটেছিল ২৭ জানুয়ারি রাতে? রাত তখন প্রায় সাড়ে ১১টা। এয়ার ইন্ডিয়ার এক পাইলটের নজরে পড়ে, রানওয়েতে দৌড়চ্ছে এক ব্যক্তি। বিষয়টি দেখে তাঁর সন্দেহ হয়। তখন সেই পাইলট একটি বিমানকে পার্ক করছিলেন। সেই পাইলট তৎক্ষণাত এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ঘটনার কথা জানান। পরে এয়ার ট্রাফিক কন্ট্রোল সিআইএসএফ-কে জানায় বিষয়টি। খবর পেয়ে কর্তব্যরত সিআইএসএফ জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছান এবং সেই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। জানা যায়, আটক ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় ছিল। পরে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয় সেই ব্যক্তিকে। পুলিশ তাকে গ্রেফতার করে। জানা যায়, পাঁচিল টপকে বিমাবন্দরের রানওয়েতে ঢুকে পড়েছিল সেই ব্যক্তি।

জানা গিয়েছে, আটক ব্যক্তি হরিয়ানার নূহ-এর। দিল্লির এক আদালত ধৃত ব্যক্তিকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। এদিকে পুলিশ ঘটনার তদন্ত জারি রেখেছে। এই কাণ্ড ঘটানোর নেপথ্যে সেই ব্যক্তির কোনও নির্দিষ্ট উদ্দেশ্য ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। অবশ্য দিল্লি পুলিশ দাবি করেছে, তাদের তরফ থেকে কোনও গাফিলতি হয়নি। দিল্লি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে রয়েছে সিএসএফ এবং দিল্লি আন্তর্জাতিক বিমাবন্দর লিমিটেড। জানা গিয়েছে, দিল্লি বিমানবন্দরকে ঘিরে রাখা পাঁচিলকে সুরক্ষিত রাখার দায়িত্ব সিআইএসএফ-এর। এই আবহে এই ঘটনাকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এর আগে দিল্লির নিরাপত্তা সুনিশ্চিত করতে ১৯ থেকে ২৬ জানুয়ারির মধ্যে ৭০০ বিমান বাতিল করা হয়েছিল।

প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে কুয়াশা এবং বাজে আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন প্রান্তে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। দিল্লিতে ১০-১২ ঘণ্টা দেরিতে ছেড়েছে কোনও কোনও বিমান। বহু উড়ান আবার বাতিলও হয়েছে। এরই মাঝে অনেক বিমানই গন্তব্যে অবতরণ করতে না পেরে অন্যত্র গিয়েছে। এমনই পরিস্থিতিতে সম্প্রতি মুম্বই বিমানবন্দরে টারম্যাকে বসেই বিমানযাত্রীদের খাওয়াদাওয়া করতে দেখা গিয়েছিল। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই উঠেছিল বিতর্কের ঝড়। সেখানেও উঠেছিল নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগ। এরপরই ঘটনার জন্য ইন্ডিগো ও মম্বই বিমানবন্দরকে নোটিস পাঠায় কেন্দ্র। সেই ঘটনায় দুই তরফের জবাবে অসন্তুষ্ট কেন্দ্র। পরে ইন্ডিগো ও মুম্বই বিমানবন্দরকে জরিমানা করে সরকার। টারম্যাকে বসে যাত্রীদের খাবার খাওয়ার ঘটনায় কেন্দ্রের তরফে ইন্ডিগোকে ১ কোটি ২০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মুম্বই বিমানবন্দরকে ৯০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল।