WTC rankings: India drop below Bangladesh in World Test Championship points table after defeat against England

হায়দরাবাদ: ম্যাচের সিংহভাগ সময় আধিপত্য দেখিয়েও ২৮ রানে হার। নিজামের শহরে ইংরেজদের বিরুদ্ধে লজ্জা এড়াতে পারেনি টিম ইন্ডিয়া (Team India)। প্রথম টেস্টে হেরে সিরিজে পিছিয়ে গিয়েছে ভারতীয় দল। গোদের ওপর বিষফোঁড়ার মতো, এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়ল ভারত। রোহিত শর্মারা নেমে গেলেন এমনকী, বাংলাদেশেরও নীচে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ অমীমাংসিত রাখার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) শীর্ষে উঠে এসেছিল ভারত। তবে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার পরই সেই জায়গা ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ ড্র করার পর যেখানে ভারতের চ্যাম্পিয়নশিপ পয়েন্ট ছিল ৫৪.১৬, সেখানে হায়দরাবাদ টেস্টের পর তা কমে হয়েছে ৪৩.৩৩ শতাংশ। যা বাংলাদেশের চেয়েও কম। বাংলাদেশের পয়েন্ট ৫০ শতাংশ।

৫৫ শতাংশ নিয়ে অস্ট্রেলিয়া শীর্ষে। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার ভাঁড়ারে ৫০ শতাংশ। তিন নম্বরে থাকা নিউজ়িল্যান্ডেরও রয়েছে ৫০ শতাংশ। ৫০ শতাংশ নিয়ে বাংলাদেশ চারে। ভারত রয়েছে পাঁচে। অনেকটা পিছিয়ে পাকিস্তান (৩৬.৬৬ শতাংশ), ওয়েস্ট ইন্ডিজ় (৩৩.৩৩ শতাংশ) ও ইংল্যান্ড (২৯.১৬ শতাংশ)।

হায়দরাবাদ টেস্টেই সাদা পোশাকে প্রথমবার দেশের জার্সিতে খেলতে নেমেছিলেন টম হার্টলি। প্রথম ইনিংসে একেবারেই আশানুরূপ বল করতে পারেননি। কিন্তু দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের বোলারদের মধ্যে নায়ক তিনিই। ব্যাট হাতে ১৯৬ রানের ইনিংস খেলেছিলেন অলি পোপ। আর বল হাতে একাই সাত উইকেট তুলে নিলেন তরুণ অফস্পিনার হার্টলি।

শনিবারই ১২৬ রানের লিড নিয়ে নিয়েছিল ইংল্য়ান্ড। ১৪৮ রান করে অপরাজিত ছিলেন অলি পোপ। তাঁর সঙ্গে ক্রিজে ছিলেন রেহান আমেদ। এদিন ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন হয় রেহানের। বুমরার বলে ২৮ রান করে কে এস ভরতের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ইংল্যান্ডের স্পিনার। টম হার্টলির সঙ্গে জুটি বাঁধেন এরপর পোপ। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও গুরুত্বপূর্ণ ৩৪ রানের ইনিংস খেলেন ইংল্যান্ডের অফস্পিনার। শেষ পর্যন্ত ২১টি বাউন্ডারির সাহায্যে ১৯৬ রান করে আউট হয়ে যান পোপ। 

ভারতের সামনে লক্ষ্যমাত্রা ছিল ২৩১ রান। দ্বিতীয় ইনিংসে ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানেন টম হার্টলি। ১৫ রান করে যশস্বী জয়সওয়াল ফিরে যান। ওপলি পোপের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। কিছুক্ষণ পরেই শুভমন গিলও পোপের হাতে ক্যাচ দিয়েই ফেরেন হার্টলির দ্বিতীয় শিকার হয়ে। রোহিত শর্মা ভালই খেলছিলেন। কিন্তু তিনিও ফিরলেন হার্টলির বলে লেগবিফোর হয়ে। ৩৯ রান করেন ভারত অধিনায়ক। কে এল রাহুল ৪২ রানের ইনিংস খেলেন। অক্ষর পটেল ১৭ রান করে আউট হন। প্রথম ইনিংসে ৮৭ রান করা রবীন্দ্র জাডেজা মাত্র ২ রান করে এদিন স্টোকসের দুরন্ত থ্রোয়ে রান আউট হয়ে যান। শেষ দিকে কে এস ভরত ও রবিচন্দ্রন অশ্বিন দুজনেই ২৮ রান করে আউট হন। বুমরা ৬ রান ও সিরাজ ১২ রান করেন। ১৯৬ রানের ইনিংস খেলে ম্য়াচের সেরা হন অলি পোপ।

আরও পড়ুন: এক বছর আগেও ছিলেন নিরাপত্তারক্ষী, বল হাতে অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ করে রাতারাতি নায়ক শামার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন