IND vs ENG: Jasprit Bumrah reprimanded for inappropriate physical contact with Ollie Pope know details

বিশাখাপত্তনম: ভারতীয় দলে কি গ্রহের ফের শুরু হল?

একে বিরাট কোহলি ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম দুই টেস্টে খেলছেন না। তারপর বেন স্টোকসদের কাছে প্রথম টেস্টে হেরে (IND vs ENG) পাঁচ ম্যাচের সিরিজে ভারতের ০-১ পিছিয়ে পড়া। রোহিত শর্মাদের (Rohit Sharma) উদ্বেগ বাড়িয়ে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন দুই তারকা – কে এল রাহুল ও রবীন্দ্র জাডেজা। এবার সেই তালিকায় যোগ হল যশপ্রীত বুমরার নাম। না, ভারতের সেরা পেস-অস্ত্র চোট পেয়ে ছিটকে যাননি। তবে প্রথম টেস্টে ইংল্যান্ডের জয়ের নায়ক অলি পোপকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারার অভিযোগ উঠেছিল বুমরার বিরুদ্ধে। যে কারণে ম্যাচ রেফারির ভর্ৎসনার শিকার হলেন আমদাবাদের ডানহাতি ফাস্টবোলার।

অভিযোগ, অলি পোপ রান নেওয়ার জন্য দৌড়নোর সময় বুমরা ইচ্ছাকৃতভাবে তাঁকে বাধা দিয়েছিলেন। সেই কারণে ভর্ৎসনার পাশাপাশি বুমরাকে এক ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। আইসিসি-র আচরণবিধিতে যা লেভেল ওয়ান অপরাধ।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৮১তম ওভারে ফলো থ্রুতে ইচ্ছাকৃতভাবে পোপের রান নেওয়ার পথে এসে পড়েছিলেন বুমরা। যা অপরাধ।

দ্বিতীয় টেস্টে শুধু কোহলি নন, খেলতে পারবেন না আরও দুই তারকা। কে এল রাহুল (KL Rahul) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। দুজনেরই চোট রয়েছে। জাডেজার হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। রবিবার হায়দরাবাদে রান আউট হয়েছিলেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। সেই রানটি নিতে গিয়েই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন জাডেজা। তাঁকে পায়ে হাত দিয়ে খোঁড়াতেও দেখা গিয়েছিল। সেই চোটের ধাক্কাতেই দ্বিতীয় টেস্টে নেই তিনি।

অন্যদিকে, কে এল রাহুলের ডানদিকের কোয়াড্রিসেপস পেশিতে চোট রয়েছে। তিনিও বিশাখাপত্তনমে খেলতে পারবেন না। তাঁদের বিকল্প হিসাবে সরফরাজ খান, সৌরভ কুমার ও ওয়াশিংটন সুন্দরকে জাতীয় দলে ডাকা হয়েছে। এই প্রথম ভারতের টেস্ট দলে সুযোগ পেলেন সরফরাজ।

ভারতীয় ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে, বোর্ডের চিকিৎসকরা রাহুল ও জাডেজা, দুজনেরই চোট পরীক্ষা করছেন। সেই মতো তাঁদের চিকিৎসা হচ্ছে। ওয়াশিংটন ভারতীয় এ দলে ছিলেন। তাঁকে সিনিয়র দলে ডাকায় ভারতীয় এ দলে পরিবর্ত হিসাবে যোগ দিচ্ছেন সারাংশ জৈন। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে শেষ মাল্টি ডে ম্যাচের জন্য। আমদাবাদে ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে যে ম্যাচ। পাশাপাশি বোর্ড জানিয়েছে, আবেশ খান মধ্য প্রদেশের হয়ে রঞ্জি ট্রফিতেই খেলবেন। তবে প্রয়োজনে তাঁকে ডেকে নেওয়া হতে পারে। 

আরও পড়ুন: এক বছর আগেও ছিলেন নিরাপত্তারক্ষী, বল হাতে অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ করে রাতারাতি নায়ক শামার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও দেখুন