Sandeshkhali Attack: আড়ালে থেকেই আগাম জামিনের আবেদন করল শেখ শাহজাহান, শুনানি হতে পারে আজই

পুলিশ তাঁকে খুঁজে পাচ্ছে না ২৫ দিন। ব্যর্থ আদালত গঠিত সিটও। এহেন শেখ শাহজাহান আগাম জামিনের আবেদন করল আদালতে। মঙ্গলবার সকালে ব্যাঙ্কশাল আদালতের বিশেষ PMLA আদালতে জামিনের আবেদন করেছে সে। আজই হতে পারে মামলার শুনানি।

শাহজাহানের আইনজীবী জাকির হোসেন জানিয়েছেন, নিজেই হলফনামায় সই করে জামিনের আবেদন করেছে শাহজাহান। তবে তিনি কোথায় রয়েছেন সেব্যাপারে মুখ খোলেননি তিনি। শাহজাহান ঘুরে বেড়ালেও পুলিশ কেন তাঁকে ধরতে পারছে না তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।

সোমবার ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল শাহজাহানের। গত সপ্তাহে শাহজাহানের সরবেড়িয়ার বাড়িতে তল্লাশির পরে তাকে তলব করেছিলেন ইডির আধিকারিকরা। কিন্তু সোমবার ইডি দফতরে হাজিরা দেয়নি শাহজাহান।

ওদিকে শাহজাহানকে নিয়ে তৃণমূলের অন্দরে আড়াআড়ি বিভাজন তৈরি হয়েছে। একদিকে ফিরহাদ হাকিম যখন বলছেন, ‘শাহজাহান অন্যায় করেছে’ তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, ‘শাহজাহান কী করেছে?’

গত ৫ জানুয়ারি শুক্রবার সকালে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যান ইডির আধিকারিকরা। অনেক ডাকাডাকিতেও কেউ সাড়া না দেওয়ায় বাড়ির তালা ভাঙার চেষ্টা শুরু করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তখনই বিভিন্ন জায়গা থেকে কয়েক শ’ নারী – পুরুষ দুষ্কৃতী কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও ইডি আধিকারিকদের ওপর হামলা চালায়। হামলায় একাধিক ইডি আধিকারিকের মাথা ফাটে। এর পর গাড়িতে করে এলাকা ছাড়ার চেষ্টা করেন ইডি আধিকারিকরা। অভিযোগ গাড়ি থামিয়ে ফের মারধর করা হয় তাঁদের। ভাঙচুর করা হয় গাড়ি। প্রাণ বাঁচাতে অটো রিকশয় করে এলাকা ছাড়েন তাঁরা। এর পর এলাকার বিভিন্ন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু হয়।