Arrest Warrant Issued Against Former Indian Cricketer Prashant Vaidya

নয়াদিল্লি: ভারতীয় হয়ে একদা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন। সেই ক্রিকেটারের বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করল পুলিশ। কে সেই ক্রিকেটার? তিনি প্রশান্ত বৈদ্য (Prashant Vaidya)।

নব্বই দশকের মাঝামাঝি সময়ে ভারতের হয়ে চারটি ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন প্রশান্ত। সেই প্রশান্তের দেওয়া এক চেক বাউন্স হওয়া ঘিরেই যত কাণ্ড। তিনি স্থানীয় এক দোকানদারের থেকে স্টিল কিনে, তাঁকে বিনিময়ে একটি চেক দেন। তবে সেই চেক বাউন্স করে যাওয়ায় উক্ত দোকানদার প্রশান্তকে টাকা মেটানোর জন্য বলেন। তবে প্রশান্ত টাকা মেটানোর আবেদন খারিজ করে দেওয়ায় বাধ্য হয়েই সেই ব্যাপারি আদালতের দ্বারস্থ হন। সেখানে আদালতের একাধিকবার মামলার শুনানির সময়ে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয় বলে জানান বাজাজ নগর পুলিশ স্টেশনের এক ইন্সপেক্টর।

বর্তমানে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির প্রধান প্রশান্ত। তিনি মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও যুক্ত। এমআই জুনিয়রের জন্য প্রতিভা অন্বেষণের দায়িত্বে রয়েছেন প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার। ঘরোয়া ক্রিকেটে প্রশান্ত কিন্তু বিদর্ভের পাশাপাশি বাংলার হয়েও প্রতিনিধিত্ব করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৬ ম্যাচ খেলে ১৭১টি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে প্রশান্তের দখলে। তবে তাঁর আন্তর্জাতিক কেরিয়ার দীর্ঘস্থায়ী হয়নি। চার আন্তর্জাতিক ম্যাচে তাঁর দখলে মাত্র চার উইকেটই রয়েছে। এবার তিনি এই মামলায় বেশ বিপাকেই পড়লেন। তবে শেষমেশ সিউরিটি বন্ডে তাঁকে আদালতের তরফে ছাড়পত্র দেওয়া হয়।   

ফের প্রেসিডেন্ট জয় শাহ

তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সচিব। ভারতীয় ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সকলেই জানেন যে, বকলমে তিনিই ভারতীয় ক্রিকেট বোর্ডের কার্যকলাপ নির্ধারণ করেন। সে যতই খাতায় কলমে রজার বিনি প্রেসিডেন্ট হোন না কেন। সেই জয় শাহ (Jay Shah) এশীয় ক্রিকেট কাউন্সিলের  প্রেসিডেন্ট হিসাবে আর একটি মেয়াদকাল পেলেন। এই নিয়ে তৃতীয়বারের জন্য এসিসি প্রেসিডেন্ট হলেন জয়।

বুধবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা ছিল। সেখানে সভাপতি পদে জয় শাহর নাম প্রস্তাব করেন শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের প্রধান শাম্মি সিলভা। বাকি সদস্যরাও সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাবে সম্মতি দেন বলেই খবর। ফলে তৃতীয়বার এসিসি প্রেসিডেন্ট নির্বাচিত হন ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ। যাঁর আর একটি পরিচয়, তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র। জয় শাহর আগে এশীয় ক্রিকেট সংস্থার প্রধান ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: গড়াপেটা বিতর্ক সরিয়ে ফের মাঠে নামছেন শোয়েব, তামিমের সঙ্গে আলোচনাতেই সমাধান?