রকির গোলে জয়ে ফিরেছে বার্সা

জাভি হার্নান্দেস যে দিনে বিদায়ের ঘোষণা দিয়েছেন সেটা মনে রাখার মতো ছিল না বার্সেলোনার। জাভির আকস্মিক ঘোষণার আগেই যে অপ্রত্যাশিতভাবে ভিয়ারিয়ালের কাছে বিধ্বস্ত হয়েছে ৫-৩ গোলে। তার পর প্রথম ম্যাচ খেলতে নামা বার্সেলোনা জয়ের দেখা পেয়েছে গতকাল। আক্রমণভাগে যে সংগ্রাম তাদের করতে হচ্ছে সেটা অব্যাহত থাকলো এই ম্যাচেও। তার পরেও দ্বিতীয়ার্ধের একমাত্র গোলে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়েছে তারা। 

৬৩ মিনিটে একমাত্র গোলটি করেছেন রকি। বদলি হয়ে নামার মিনিট খানেক বাদেই হোয়াও কানসেলোর ক্রস থেকে হেড করে জাল কাঁপান তিনি। এই মাসের শুরুতে ক্লাবে নাম লেখানো ব্রাজিলিয়ান তারকার এটি প্রথম গোল। 

সময়টা যে তাদের ভালো যাচ্ছে না সেটার প্রমাণ দিয়েছেন দর্শকরাও। মোন্টজুকিজ অলিম্পিক স্টেডিয়ামে মৌসুমে বার্সার তৃতীয় সর্বনিম্ন উপস্থিতি ছিল এদিন। তবে বল দখলের লড়াইয়ে কোনও ঘাটতি ছিল না বার্সার। শুরু থেকে আধিপত্য ছিল। কিন্তু প্রথমার্ধে লক্ষ্যে শট নিতে পারে মাত্র একটি। 

চোটের কারণে এরই মধ্যে বাইরে রয়েছেন মার্ক আন্দ্রে টার স্টেগেন, গাভি, ফেলিক্স ও বালদে। ম্যাচের শুরুতে আরও ধাক্কা হয়ে আসে ফেরান তোরেসের চোট। ম্যাচের পঞ্চম মিনিটে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে মাঠ ছাড়েন তিনি। তার বদলে নামেন ফারমিন লোপেজ। দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে তার বদলি হয়ে নেমেই ম্যাচের ভাগ্য গড়ে দেন রকি। 

এই জয়ে লা লিগায় ৪৭ পয়েন্ট নিয়ে চারে রয়েছে কাতালান জায়ান্টরা। শীর্ষে থাকা জিরোনার চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে তারা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে পিছিয়ে ৭ পয়েন্টে।