Budget 2024 LIVE: আয়করে ছাড়, পেনশনে সুবিধা- নির্মলার বাজেটে প্রত্যাশা অনেক

Interim Budget 2024 Live Updates: বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট (ভোট-অন-অ্যাকাউন্ট) পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভা ভোট এসে যাওয়ায় এবার তিন মাসের জন্য বাজেট পেশ করবেন। তাই আকাশ-কুসুম কোনও ঘোষণা করা হবে না বলে ইতিমধ্যে দাবি করেছেন সীতারামন। তাতে অবশ্য প্রত্যাশ্যা কমছে না। আয়কর সংক্রান্ত সুযোগ-সুবিধা বৃদ্ধি, ছাড়ের সীমা বৃদ্ধি, নয়া পেনশন স্কিমে নয়া সুযোগ, প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বৃদ্ধি, প্রবীণ নাগরিক ও মহিলাদের সুযোগ বৃদ্ধি, কৃষকদের জন্য বড় কোনও ঘোষণা হতে পারে বলে আশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশা কি পূরণ হচ্ছে, তা জানতে হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে নজর রাখুন।

01 Feb 2024, 08:26:13 AM IST

Budget 2024 Live Updates: স্ট্যান্ডার্ড ডিডাকশন থেকে ছাড়ের সীমা বৃদ্ধি- এবার নির্মলার থেকে আয়করের ক্ষেত্রে কী কী প্রত্যাশা আছে?

এবার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হলেও এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের থেকে আয়করদাতাদের প্রত্যাশা কম নয়। কারণ চলতি অর্থবর্ষে (২০২৩-২৪) প্রত্যক্ষ কর বৃদ্ধি পাচ্ছে। আয়কর ও কর্পোরেট কর বেড়েছে ২০ শতাংশ। যা সীতারামনের হাতে আয়কর সংক্রান্ত সুযোগ-সুবিধা বৃদ্ধি করার রাস্তা খুলে দিয়েছে। সেইসঙ্গে এবার লোকসভা নির্বাচনও আছে। তাই কিছুটা চমকের আশায় আছেন আমজনতা। তাঁদের আশা, স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বৃদ্ধি করা হবে। আয়কর আইনের ৮০সি আইনের আওতায় ছাড়ের সীমা বাড়াতে পারেন সীতারামন।

01 Feb 2024, 08:18:22 AM IST

Budget 2024 Live Updates: শব্দের নিরিখে বৃহত্তম বাজেট পেশের রেকর্ড আছে মনমোহন সিংয়ের ঝুলিতে

শব্দের নিরিখে সবথেকে বৃহত্তম বাজেট পেশ করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ১৯৯১ সালে নরসীমা রাও সরকারের আমলে তিনি যে বাজেট পেশ করেছিলেন, তাতে শব্দসংখ্যা ছিল ১৮,৬৫০। যখন ভারতীয় অর্থনীতির দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। তাঁর সেই রেকর্ড অল্পের জন্য ছুঁতে পারেননি অরুণ জেটলি। ২০১৮ সালে তাঁর পেশ করা বাজেটের শব্দসংখ্যা ছিল ১৮,৬০৪।  

01 Feb 2024, 08:09:27 AM IST

Budget 2024 Live Updates: নিজের ভাঙেন নিজের রেকর্ড! দীর্ঘতম বাজেট ভাষণ কে দেন?

সাধারণ বাজেট পেশের সময় দীর্ঘতম ভাষণ দেওয়ার রেকর্ড আছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ঝুলিতে। ২০২০-২১ অর্থবর্ষের বাজেট পেশের সময় সেই রেকর্ড গড়েছিলেন। ২০২২ সালের ১ ফেব্রুয়ারি তাঁর বাজেট ভাষণের দৈর্ঘ্য ছিল ২ ঘণ্টা ৪২ মিনিট। তবে বাজেটের সম্পূর্ণ কপি শেষ করার আগে তিনি অসুস্থ বোধ করছিলেন। তাই শেষের জুটি পৃষ্ঠা আর পড়তে পারেননি। সেইসময় তিনি লোকসভার স্পিকারের কাছে আর্জি জানিয়েছিলেন, যেন বাজেট পুজো পড়া গিয়েছে বলে ধরে নেওয়া হয়। আর ২০২০ সালে সীতারামন নিজেরই রেকর্ড ভেঙেছিলেন। ২০১৯ সালের জুলাইয়ে নির্মলার প্রথম বাজেট ভাষণের দৈর্ঘ্য ছিল – ২ ঘণ্টা ১৭ মিনিট।

01 Feb 2024, 08:02:04 AM IST

Budget 2024 Live Updates: কবে ভারতের প্রথম বাজেট পেশ করা হয়েছিল?

১৮৬০ সালের ৭ এপ্রিল ভারতে প্রথম বাজেট পেশ করা হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিকারিক তথা স্কটিশ অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ জেমস উইলসন বাজেট পেশ করেছিলেন। আর স্বাধীনতা পরে ভারতের প্রথম বাজেট পেশ হয়েছিল ১৯৪৭ সালের ২৬ নভেম্বর। বাজেট পেশ করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী আর কে শনমুখম চেট্টি। আর এবার অন্তর্বর্তীকালীন বাজেট (ভোট-অন-অ্যাকাউন্ট) পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

01 Feb 2024, 08:02:05 AM IST

Budget 2024 LIVE: আয়করে ছাড়, পেনশনে সুবিধা- নির্মলার বাজেটে প্রত্যাশা অনেক

বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট (ভোট-অন-অ্যাকাউন্ট) পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভা ভোট এসে যাওয়ায় এবার তিন মাসের জন্য বাজেট পেশ করবেন। তাই আকাশ-কুসুম কোনও ঘোষণা করা হবে না বলে ইতিমধ্যে দাবি করেছেন সীতারামন। কিন্তু তাতে অবশ্য প্রত্যাশ্যা কমছে না। আয়কর সংক্রান্ত সুযোগ-সুবিধা বৃদ্ধি, ছাড়ের সীমা বৃদ্ধি, নয়া পেনশন স্কিমে নয়া সুযোগ, প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বৃদ্ধি, প্রবীণ নাগরিক ও মহিলাদের সুযোগ বৃদ্ধি, কৃষকদের জন্য বড় কোনও ঘোষণা হতে পারে বলে আশা তৈরি হয়েছে। সেই প্রত্যাশা কি পূরণ হচ্ছে, তা জানতে হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে নজর রাখুন।