Sourav Ganguly Mother Nirupa Hospitalized, Snehashis Confirmed She Suffered Minor Heart Attack

কলকাতা: দুপুরবেলা হঠাৎই অস্বস্তিবোধ। তারপরেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে ছোটা হল তাঁকে। বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায়কে (Nirupa Ganguly)। নিরূপা গঙ্গোপাধ্যায়ের ইসিজি রিপোর্টে অসংগতি পাওয়ার পরই তাঁকে বিকেলবেলা হাসপাতালে ভর্তি করা হয়।

আজ দুপুরে শারীরিক অস্বস্তিবোধ করায় বাড়িতেই তাঁর ইসিজি করানো হয়। সেখানে তাঁর রিপোর্টে কিছু সমস্যা দেখা যায়। তাঁর বয়সের কথা মাথায় রেখে ডাক্তার নিরূপা গঙ্গোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। তাঁকে বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন ডাক্তার আফতাব খান।

নিরূপাদেবীর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম রয়েছে বলেই টেস্টে ধরা পড়ে। সেই কারণেই তাঁকে রাতের দিকে রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে বলেই খবর। অবশ্য সদ্য প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী তিনি বর্তমানে বিপদমুক্তই রয়েছেন। তাঁকে শারীরিক অবস্থারও খানিক উন্নতি হয়েছে। 

আগামী ৩ ফেব্রুয়ারি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রতিষ্ঠাদিবস। সেই উপলক্ষ্যে আজ এক সাংবাদিক বৈঠক আয়োজিত হয়েছিল যেখানে সৌরভের দাদা তথা সিএসবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা ছিল। তবে মায়ের অসুস্থতার কারণে তিনি সেখানে উপস্থিত থাকতে পারেননি। পরিবর্তে ভিডিও কলের মাধ্য়েই তিনি যোগ দেন। সেখানেই স্নেহাশিস জানান যে তাঁর মার সামান্য হার্ট অ্যাটাক হয়েছে। তবে পরিস্থিতি আপাতত স্থিতিশীল।

প্রসঙ্গত,  ব্রায়ান লারা, রাহুল দ্রাবিড় থেকে শুরু করে ভি ভি এস লক্ষ্মণ – ক্রিকেট গ্রহের কিংবদন্তিরা ফি বছর সিএবি-র প্রতিষ্ঠা দিবসে আয়োজিত রক্তদান শিবিরে সার্টিফিকেটে সই করে থাকেন। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে মহম্মদ শামির (Mohammed Shami) নাম। বাংলার হয়ে খেলেই যাঁর উত্থান। বিশ্বকাপের সেরা বোলার। অর্জুন পুরস্কারও জিতেছেন ডানহাতি পেসার।  

আগামী ৩ ফেব্রুয়ারি, শনিবার সিএবি-র (CAB) প্রতিষ্ঠা দিবস। প্রত্যেক বছরের মতো এবারও বিশেষ এই দিনে রক্তদান শিবিরের আয়োজন করছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি। সেখানে এবার রক্তদাতাদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ। জাতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির সই সম্বলিত সার্টিফিকেট।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: ফিরলেন অ্যান্ডারসন, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ডফিরলেন অ্যান্ডারসন, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড