Sandeshkhali Attack: শাহজাহানের বিষয় – আশয় জানতে তৎপর হল ইডি, ১০ বছরের তথ্য খুঁজতে নির্দেশ

ইডি আধিকারিকদের ওপর হামলায় অভিযুক্ত তৃণমূলি গুন্ডা শেখ শাহজাহানের সম্পত্তি ও ব্যাঙ্কের তথ্য জোগাড় করতে তৎপর হল ইডি। শাহজাহানের ১০ বছরের তথ্য খুঁজে বার করতে অর্থ তছরূপ দমন শাখার প্রধানকে চিঠি দিয়েছেন কলকাতার ইডির যুগ্ম অধিকর্তা। একই সঙ্গে শাহজাহানের পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও নজর রাখবেন তদন্তকারীরা।

ইডি সূত্রে খবর, ফেরার শাহজাহানের সম্পত্তির হিসাব শুরু করেছেন আধিকারিকরা। সেজন্য অর্থ তছরূপ দমন শাখার মুম্বইয়ের সদর দফতরে চিঠি দিয়ে শাহজাহানের কোন ব্যাঙ্কে কতগুলি অ্যাকাউন্ট রয়েছে, গত ১০ বছরে সেই অ্যাকাউন্টগুলি থেকে কত টাকা লেনদেন হয়েছে, তার পুরো তালিকা চেয়েছে ইডি। একই তথ্য চাওয়া হয়েছে শাহজাহানের সমস্ত আত্মীয় ও ঘনিষ্ঠদেরও।

প্রাথমিক তদন্তে ইডির অনুমান, রাজ্য ও রাজ্যের বাইরে বিপুল সম্পত্তি রয়েছে শেখ শাহজাহানের। বেআইনি কারবারের টাকা বেনামে সেই সব সম্পত্তিতে বিনিয়োগ করেছেন তিনি। ইতিমধ্যে শাহজাহানের আয়ের উৎস জানতে তৎপর হয়েছেন ইডি আধিকারিকরা। এব্যাপারে ইডির হাতে আসা নথি ছাড়াও স্থানীয়দের দেওয়া তথ্যের ওপরেও নির্ভর করছেন তাঁরা।

ওদিকে গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনার তদন্তভার সিটের বদলে সিবিআইয়ের হাতে তুলে দিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে আবেদন করেছে ইডি। তাদের দাবি, এর আগেও সিবিআই ও রাজ্য পুলিশের যৌথ সিট গঠন করেছিল নিম্ন আদালত। কিন্তু সেই সিট কোনও কাজে আসেনি। কারণ সিবিআইকে কোনও সহযোগিতাই করেনি রাজ্য পুলিশ।

গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূলি গুন্ডা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। ইডি আধিকারিকদের নিগ্রহ করে কয়েক হাজার তৃণমূলি দুষ্কৃতী।