Toll plaza vandalised: টোল ট্যাক্স আদায় ঘিরে ধুন্ধুমার, দুর্গাপুরে ভাঙচুর অফিস, বন্ধ থাকল বাস পরিষেবা

টোল আদায়কে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল দুর্গাপুরের লাউদোহার গৌরবাজার এলাকায়। টোল অফিস ভাঙচুর করার অভিযোগ উঠল। শুধু তাই নয়, তথ্য প্রমাণ লোপাট করার জন্য টোল অফিসের সিসিটিভির তার ছিঁড়ে দেওয়া হল। ট্রাক মালিকদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছাড়াই এলাকায়। এই ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন: টোলট্যাক্স নিয়ে বচসা, প্লাজার কর্মীদের ধাক্কা মেরে পালাল গাড়ি, আহত ৪

জানা গিয়েছে, এই ঘটনার পরে শুক্রবার সকালে দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির টেন্ডার পাওয়া ওই টোল অফিস বন্ধ রাখা হয় । ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার রাতে। দিন কয়েক আগে পঞ্চায়েত সমিতির কাছ থেকে একটি বেসরকারি সংস্থা টোল আদায়ের অনুমতি পায়। সংস্থার তরফে জানানো হয়, টোল আদায়ের পরিমাণ ধার্য করতে আলোচনার জন্য ডাকা হয়েছিল ভারী পণ্যবাহী ট্রাক মালিকদের। সেই সময় কিছু দুষ্কৃতি টোল অফিসে হামলা চালায়। একটি বাইকও ভাঙচুর করে দুষ্কৃতীরা।এই ঘটনায় ট্রাক মালিকদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। যদিও তারা এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন ট্রাক মালিকরা। এই ঘটনায় প্রশাসনিক তদন্তের আশ্বাস দিয়েছেন লাউদোহা ফরিদপুর ব্লকের বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায়।

এদিকে, টোল আদায় নিয়ে সরব হন বেসরকারি বাস মালিকরা। টোল যন্ত্রনায় এবার বাস বন্ধ করে দেওয়া ছাড়া বিকল্প কোনও রাস্তা খোলা থাকবে না বলে তাদের বক্তব্য। শুক্রবার সকালে লাউদোহার গৌরবাজার থেকে আসানসোল রুটের বেশ কয়েকটি বাস এর প্রতিবাদে বন্ধ রাখা হয়। তাদের বক্তব্য, টোল এড়াতে প্রয়োজনে পান্ডবেশ্বর থেকে আসানসোল রানীগঞ্জ রুটের বাস চালানো হবে। এতে কারোর অসুবিধে হলে তাদের কিছু করার নেই। লাউদোহা ফরিদপুর ব্লকের বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায় জানিয়েছেন,  ভুল বোঝাবুঝি থেকে এই সমস্যা। যাত্রীবাহী বাসের জন্য কোনও টোল নেই। এটা বসে ঠিক করে নেওয়া হবে। এদিকে, আজ সকালে আচমকা লাউদোহার গৌরবাজার থেকে আসানসোল রুটে বেসরকারি বাস বন্ধ করার ফলে এদিন সমস্যায় পড়েন মাধ্যমিক পরীক্ষার্থীরা। যদিও পরে প্রশাসনের কাছে আশ্বাস পেয়ে বাস চলাচল স্বাভাবিক হয়।