AUS vs WI: ঘরের মাঠে স্মিথের নেতৃত্বে ওয়ান ডে সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

<p><strong>মানুকা ওভাল</strong>: ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া। ক্যানবেরার মানুকা ওভালে শেষ ওয়ান ডে ম্যাচে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিল স্টিভ স্মিথের দল। এদিনের ম্যাচে অস্ট্রেলিয়ার নায়ক তরুণ বোলার জ্যাভিয়ের বার<a title="টেট" href="https://bengali.abplive.com/topic/tet" data-type="interlinkingkeywords">টেট</a>েলস। ৭.১ ওভারে মাত্র ২৪ রান খরচ করে ৪ উইকেট তুলে নেন তিনি।&nbsp;</p>
<p>এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ৮৬ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার এলিক আথানাজে। তিনি ৩২ রানের ইনিংস খেলেন। অভিজ্ঞ প্লেয়ারদের মধ্যে শাই হোপ ৪ ও রস্টন চেস ১২ রান করে আউট হন। অজি বোলারদের মধ্যে জ্যাভিয়ের ছাড়া জাম্পা ও মরিস ২ টি করে উইকেট নেন।&nbsp;</p>
<p>জবাবে ব্যাট করতে নেমে ৬.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। জ্যাক ফ্রেসার ১৮ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন ওপেনে নেমে। নিজের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি। তাঁর সঙ্গে ওপেনে নেমেছিলেন জশ ইংলিশ। তিনি ১৬ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান ইংলিশ। হার্ডি ২ রান করে প্যাভিলিয়নে ফিরলেও অধিনায়ক স্মিথকে সঙ্গে নিয়ে দলের তরী পার করিয়ে দেন ইনিংলিশ। ম্যাচের ও সিরিজ সেরা হয়েছেন জ্যাভিয়ের বারটেটেলস।&nbsp;</p>
<p><strong>টি-টোয়েন্টি দিলে ফিরলেন কামিন্স, স্টার্ক</strong></p>
<p>নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ত্রয়ী প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউড আবার টি-টোয়েন্টিতে ফিরেছেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় একদিনের পরেই হ্যাজলউড বলেছিলেন যে অস্ট্রেলিয়া ব্ল্যাক ক্যাপদের শক্তির কথা মাথায় রেখে একটি পূর্ণ-শক্তির দল বেছে নিতে চলেছে। ২০২২ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে শেষবারের মতো খেলার পরে ঘরের মাটিতে ২০২৪ সালের টি-টোয়েন্টি সিরিজে ফিরে আসলেন প্যাট কামিন্স, জশ হ্যাজলউড এবং মিচেল স্টার্ক । প্যাট কামিন্স দলে থাকলেও এই সিরিজে অধিনায়ক করা হয়েছে মিচেল মার্শকে।</p>
<p>ডেভিড ওয়ার্নারকেও দলে রাখা হয়েছে। টেস্ট ও ওয়ান ডে ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বাঁহাতি অজি তারকা। তবে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেন ওয়ার্নার। তাই তাঁকে দলে রাখা হয়েছে।&nbsp;</p>