Anti Hindu Violence: বাংলাদেশে মন্দিরে সরস্বতী মূর্তি ভাঙচুর, এক জঙ্গিকে হাতেনাতে ধরে বেঁধে রাখল জনতা

এক সপ্তাহে দ্বিতীয়বার। ফের বাংলাদেশের ফরিদপুরে হিন্দু মন্দিরে উগ্রপন্থী হামলা। প্রতিমা ভাঙচুরের সময় এক জঙ্গিকে হাতে নাতে ধরে বেঁধে রাখলেন স্থানীয়রা। পর পর এই ঘটনায় ফরিদপুরের হিন্দুদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছে।

অভিযোগ, বুধবার বিকেল ৫টা ৩০ মিনিট নাগাদ বাংলাদেশের ফরিদপুর শহরের শোভারামপুরে ইসকনের রাধাগোবিন্দ মন্দির চত্বরে নির্মিয়মান একটি সরস্বতী মূর্তি ভাঙচুর করে এক ইসলামি উগ্রপন্থী। সেই সময় নানা রকম অশ্রাব্য গালিগালাজ করতে থাকে সে। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান মন্দিরের পূজারি ও ভক্তরা। মূল মন্দিরে প্রবেশের আগেই ওই জঙ্গিকে ধরে ফেলেন তাঁরা। এর পর মন্দির চত্বরে একটি গাছে জঙ্গিকে বেঁধে পুলিশে খবর দেয় মন্দির কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় তারা।

সোমবার রাতেও একই ধরণের ঘটনা ঘটেছিল ফরিদপুরে। শহর লাগোয়া কৈজুরি তাম্বুলখানায় বাসন্তী পুজোর জন্য নির্মিয়মান দুর্গামূর্তি ভাঙচুর করে দুষ্কৃতীরা। রাত ১০টা নাগাদ মন্দির থেকে বাড়ি গিয়েছিলেন মন্দিরের কর্মকর্তারা। সকালে মন্দিরে এসে তাঁরা দেখেন, প্রতিমার একাধিক অংশ ভাঙা। খবর পেয়ে পুলিশ পৌঁছে অভিযোগ দায়ের করে। তবে এই ঘটনায় এখনও কারও গ্রেফতারি হয়নি। ২০২১ সালে এই মন্দিরেই কালীমূর্তি ভাঙচুর হয়েছিল।

স্থানীয়রা বলছেন, ফরিদপুরের মতো অসাম্প্রদায়িক এলকায় কেউ বা কারা সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছে। বুধবারের ঘটনায় ধৃতকে জেরা করে তাদের সন্ধান পেতে পারে পুলিশ। একই সঙ্গে পর পর ২ ঘটনায় নিরাপত্তার অভাবে ভুগছে শহরের হিন্দুরা।