WB Budget 2024 Live: ঋণের বোঝা সামলে কীভাবে বরাদ্দ? সরু সুতোর উপর দাঁড়িয়ে বাজেট

West Bengal Budget 2024 Live Updates: আজ রাজ্য বিধানসভায় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। টানাটানির সংসারে কীভাবে বরাদ্দ এবং ঘাটতির মধ্যে কীভাবে ভারসাম্য বজায় রাখবেন, সেদিকেই নজর আছে অর্থনৈতিক মহলের। এমনিতেই লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, রূপশ্রীর মতো একাধিক সামাজিক প্রকল্পের জন্য রাজ্যকে একটা বড় অঙ্কের টাকা বরাদ্দ করতে হয়। তারইমধ্যে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের মজুরি ‘না দেওয়ায়’ ২১ লাখ শ্রমিককে নিজেরাই টাকা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। আর সেটার জন্য কমপক্ষে ৩,০০০ কোটি টাকা লাগবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। বিপুল ঋণের বোঝা নিয়ে সেই বাড়তি টাকা কোথা থেকে আসবে, সেটারও উত্তর খুঁজতে হবে অর্থমন্ত্রীকে। তারইমধ্যে এবার রাজ্য বাজেটে আমজনতার জন্য কী কী ঘোষণা করা হচ্ছে, তা দেখে নিন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।

08 Feb 2024, 02:20:00 PM IST

West Bengal Budget 2024 Live Updates: নয়া চাকরির ঘোষণা বাজেটে? বাড়ছে জল্পনা

শেষ কয়েক বছরে যে বিষয়টি নিয়ে সবথেকে বেশি মুখ পুড়েছে রাজ্য সরকারের, সেটা হল নিয়োগ দুর্নীতি। বিভিন্ন ক্ষেত্রে লাগামছাড়া দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই পরিস্থিতিতে হাজার-হাজার পদে নিয়োগ নিয়ে ইতিমধ্যে ঘোষণা করেছে রাজ্য সরকার। বাজেটেও সেই ধারা বজায় রাখা হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের মত। জোর দেওয়া হতে পারে কর্মসংস্থানের উপর।

08 Feb 2024, 02:10:17 PM IST

West Bengal Budget 2024 Live Updates: এবার কত হবে পুঞ্জীভূত ঋণ?

২০২১-২২ অর্থবর্ষে পুঞ্জীভূত ঋণ ৫.২৫ লাখ কোটি টাকা ছিল। যা ২০২২-২৩ অর্থবর্ষে পুঞ্জীভূত ঋণের পরিমাণ (সংশোধিত) ৫.৮৬ লাখ কোটি টাকা ধার্য করেছিল রাজ্য সরকার। যা ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে ৬.৪৭ লাখ কোটি টাকা হবে জানানো হয়েছিল। এবার সেই অঙ্কটা কোথায় ঠেকে এবং বাজেটে কী ঘোষণা করেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সেদিকে নজর আছে সংশ্লিষ্ট মহলের।

08 Feb 2024, 02:00:00 PM IST

West Bengal Budget 2024 Live Updates: নয়া কোনও প্রকল্পের ঘোষণা করবে রাজ্য সরকার?

শিয়রেই লোকসভা ভোট। তার আগে কি নয়া কোনও প্রকল্পের ঘোষণা করবে রাজ্য সরকার? অর্থনীতিবিদদের একাংশের মতে, ইচ্ছা থাকলেও সেই নয়া প্রকল্পের জন্য কোথা থেকে অর্থের সংস্থান হবে, সেটাই হল কোটি টাকার প্রশ্ন। একাধিক জনমোহিনী প্রকল্প বরাদ্দ বাড়ানোর মধ্যেই নয়া প্রকল্পের ঘোষণা করার কাজটা অত্যন্ত কঠিন হবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। সেই পরিস্থিতিতে বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও চন্দ্রিমা ভট্টাচার্যরা।

08 Feb 2024, 01:49:49 PM IST

West Bengal Budget 2024 Live Updates: বাজার থেকে কত ঋণ নেবে রাজ্য?

এবার বাজার থেকে নেওয়া ধারের লক্ষ্যমাত্রা কত টাকায় রাখবে রাজ্য সরকার, সেদিকে নজর আছে অর্থনীতিবিদদের। গতবারের বাজেটে (২০২৩-২৪ অর্থবর্ষ) ধারের অঙ্কটা অনেকটা বাড়িয়েছিল রাজ্য সরকার। ২০২২-২৩ অর্থবর্ষের থেকে ৩,০০০ কোটি টাকা বেশি ছিল। এবার বাজেটে সেই অঙ্কটা কত হবে, সেদিকে তাকিয়ে আছে রাজনৈতিক মহল।

08 Feb 2024, 01:39:52 PM IST

West Bengal Budget 2024 Live Updates: বরাদ্দ বাড়বে অন্যান্য সামাজিক প্রকল্পেও?

লক্ষ্মীর ভান্ডার ছাড়াও পড়ুয়া ক্রেডিট কার্ড থেকে শুরু করে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, কৃষকবন্ধু, রূপশ্রীর মতো একগুচ্ছ সামাজিক প্রকল্প চালায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। লোকসভা ভোটের বছরে সেই প্রকল্পে যে বাজেট কাটছাঁটের কোনও সম্ভাবনা নেই, তা নিয়ে কোনও সন্দেহ নেই সংশ্লিষ্ট মহলের। তবে সেইসব প্রকল্পে বরাদ্দ বাড়ানো হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। 

08 Feb 2024, 01:31:27 PM IST

West Bengal Budget 2024 Live Updates: লক্ষ্মীর ভান্ডারে বাড়বে ভাতা? ন্যূনতম মিলবে ১,০০ টাকা?

লক্ষ্মীর ভান্ডার হল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অন্যতম প্রধান সামাজিক প্রকল্প। যে প্রকল্পে উপভোক্তার সংখ্যা তিন কোটি ছুঁইছুঁই। আরও বেশি সংখ্যক মহিলাকে সেই প্রকল্পের আওতায় আনার চেষ্টা করছে রাজ্য। সেই পরিস্থিতিতে লোকসভা ভোটের বছরে সেই প্রকল্পে বরাদ্দ বাড়ানো হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। সেইসঙ্গে দেশের বিভিন্ন রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের ধাঁচে প্রকল্প চালু আছে। সেখানে ভাতার পরিমাণ বেশি। এবারের বাজেটে মমতা সরকারও ভাতার অঙ্কটা বাড়ায় কিনা, সেদিকে নজর আছে অর্থনৈতিক মহলের। আপাতত জেনারেল ক্যাটাগরির মহিলারা মাসে পান ৫০০ টাকা। আর তফসিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলাদের ১,০০০ টাকা দেওয়া হয়। তবে তাঁদের মাসিক ভাতা বাড়ানোর জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, তা কোথা থেকে আসবে, সেটাই ভাবাচ্ছে অর্থনীতিবিদদের।

08 Feb 2024, 01:31:27 PM IST

West Bengal Budget 2024 Live Updates: লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়বে? বাজেটে প্রচুর চাকরির ঘোষণা?

আজ রাজ্য বিধানসভায় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। টানাটানির সংসারে কীভাবে বরাদ্দ এবং ঘাটতির মধ্যে কীভাবে ভারসাম্য বজায় রাখবেন, সেদিকেই নজর আছে অর্থনৈতিক মহলের। এমনিতেই লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, রূপশ্রীর মতো একাধিক সামাজিক প্রকল্পের জন্য রাজ্যকে একটা বড় অঙ্কের টাকা বরাদ্দ করতে হয়। তারইমধ্যে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের মজুরি ‘না দেওয়ায়’ ২১ লাখ শ্রমিককে নিজেরাই টাকা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। আর সেটার জন্য কমপক্ষে ৩,০০০ কোটি টাকা লাগবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। বিপুল ঋণের বোঝা নিয়ে সেই বাড়তি টাকা কোথা থেকে আসবে, সেটারও উত্তর খুঁজতে হবে অর্থমন্ত্রীকে। তারইমধ্যে এবার রাজ্য বাজেটে আমজনতার জন্য কী কী ঘোষণা করা হচ্ছে, তা দেখে নিন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।