Cat death case: চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু বিড়ালের, কেন্দ্র ও রাজ্যের কাছে তথ্য চাইল হাইকোর্ট

চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ নতুন কিছু নয়। এ নিয়ে একাধিক মামলা হয়ে থাকে। তবে এবার বিড়ালের মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে। এই অভিযোগে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই সংক্রান্ত মামলায় কেন্দ্র এবং রাজ্য সরকারের বক্তব্য জানতে চাইল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন: পোষ্য বিড়ালকে ধরতে গিয়ে ৮ তলা থেকে পড়ে মৃত্যু যুবতীর

পোষ্য বিড়ালের মৃত্যু নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন হুগলির উত্তরপাড়ার বাসিন্দা সায়ন্তন মুখোপাধ্যায়। তার মামলাতেই এই সংক্রান্ত নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলাকারীর অভিযোগ ছিল, পশু চিকিৎসালয়ে ভুল চিকিৎসা করা হয়েছিল সেই কারণে তার বিড়ালের মৃত্যু হয়েছিল। এরপরে মামলাকারীর মনে প্রশ্ন উঠেছিল রাজ্যের একাধিক পশু চিকিৎসালয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। ক্ষেত্রে তার বক্তব্য রাজ্যের সব পশু চিকিৎসালায় বৈধ কি না তা জানা প্রয়োজন রয়েছে। তার আশঙ্কা অনেকেই ভুয়ো লাইসেন্স নিয়ে পশু চিকিৎসালয় খুলছে। আর সেখানে পশুদের ঠিকমতো চিকিৎসা হচ্ছে না। সেই কারণে অনেক ক্ষেত্রে সঠিক চিকিৎসা না পেয়ে পশুর মৃত্যু হচ্ছে। মূলত এই সংক্রান্ত বিষয়গুলি আবেদন জানিয়ে মামলা করেছিলেন সায়ন্তন মুখোপাধ্যায়।

এই সংক্রান্ত জনস্বার্থ মামলা শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেই সংক্রান্ত মামলাতেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কেন্দ্র এবং রাজ্য সরকারের বক্তব্য জানতে চেয়েছে। সে ক্ষেত্রে কেন্দ্রীয় পশু কল্যাণ মন্ত্রক জানাবে, কীভাবে পশু চিকিৎসালয়ের জন্য লাইসেন্স দেওয়া হয়? কীভাবে পশু চিকিৎসালয় তৈরি হয়? কেন্দ্রের কাছে তা জানতে চেয়েছে আদালত।এছাড়াও পশু চিকিৎসালয় গুলি কীভাবে নিয়ন্ত্রণ করা হয়? এর জন্য কী নিয়ন্ত্রণবিধি রয়েছে? রাজ্যের কী পরিকল্পনা রয়েছে? সে সমস্ত বিষয়ে তথ্য জানতে চেয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানিতে এই সংক্রান্ত তথ্য জানাতে হবে কেন্দ্র এবং রাজ্য সরকারকে।