Lunch with Modi: কী খেতে ভালোবাসেন? পাকিস্তানে যাওয়ার ব্যাপারটা বলুন! MPদের খাওয়ালেন, খোলামেলা জবাবও দিলেন মোদী

শুক্রবার দুপুর। প্রধানমন্ত্রীর অফিস থেকে ফোন এসেছিল অন্তত ৮জন এমপির কাছে। বলা হয়েছিল প্রধানমন্ত্রী সংসদে তাঁদের সঙ্গে দেখা করতে চান। কারা তাঁরা?

সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান, বিজেডি রাজ্যসভার এমপি সস্মিত বাত্রা, সিনিয়র সাংসদ এনকে প্রেমাচন্দ্রন, টিডিপি এমপি রাম মোহন নাইডু, বিএসপি এমপি ঋতেশ পান্ডে, বিজেপির লাদাখের এমপি জামিয়াং শেরিং এন, বিজেপির নাগাল্যান্ডের এমপি এস পি কোনায়ক। 

এদিকে ফোন পেয়ে তো হতবাক এমপিরা। তাঁরা প্রধানমন্ত্রীর অফিসে চলে যান। সেখানে মোদী তাঁদের বলেন, আপনাদের শাস্তি দেওয়ার জন্য ডেকে এনেছি। এরপর তিনি ক্যান্টিনের দিকে এগোতে থাকেন। 

এরপর মোদী তাঁদের নিয়ে দুপুরের খাবার খেতে বসেন। খাওয়ার মাঝেই তাঁদের সঙ্গে কথাবার্তা হল। রাজনৈতিক আলোচনা হল, গল্পও হল কিছুটা। 

নিউজ ১৮ এর খবর অনুসারে জানা গিয়েছে, সূত্রের খবর, এক এমপি মোদীকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার পছন্দের খাবার কোনটা? মোদী  বলেন, খিচুড়ি।

এক সাংসদ প্রশ্ন করেছিলেন এত কাজের চাপ সামলান কীভাবে?মোদী বলেন, ঘণ্টার পর ঘণ্টা ধরে কাজ করি। 

অন্যদিকে এক এমপি নাকি প্রশ্ন করেছিলেন ২০১৫ সালে পাকিস্তানে নওয়াজ শরিফের মেয়ের বিয়েতে আপনি গিয়েছিলেন, তা নিয়ে কিছু বলুন।

মোদী জানিয়েছেন, সেদিন দুপুর ২টো পর্যন্ত সংসদে ছিলাম। এরপর আফগানিস্তানে পূর্ব নির্ধারিত কাজে যাই। সেখান থেকে ফেরার পথে পাকিস্তানে থামার চেষ্টা করি। কিন্তু এসপিজি সেটা চায়নি। এরপর শরিফকে ফোন করি। বলা হয় পাকিস্তান প্রধানমন্ত্রী তাঁকে স্বাগত জানানোর জন্য তৈরি কি না। এরপর দু দেশের মধ্য়ে নিরাপত্তা সংক্রান্ত সব বিষয় নিশ্চিত করা হয়। এরপরই ভারতের বিমান নেমেছিল পাকিস্তানে। 

কোভিড মোকাবিলা নিয়ে প্রশ্নের জবাবে মোদী জানিয়েছেন, ভুজের ভূমিকম্পে যে ধ্বংসলীলা হয়েছিল তা মোকাবিলা করা থেকে অভিজ্ঞতা পেয়েছিলেন মোদী। নিউজ ১৮কে এক এমপি জানিয়েছেন আমরা প্রশ্নের পর প্রশ্ন করেছি। প্রধানমন্ত্রী আমাদের কথাও শুনেছেন।