Suvendu Adhikari: বিরোধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধে তিন বছরে ষষ্ঠ বার স্বাধিকার ভঙ্গের নোটিশ দিল তৃণমূল

বিধানসভার বাজেট অধিবেশনে বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘাত থামার নাম নেই। বৃহস্পতিবারের পর শুক্রবারও শাসক ও বিরোধী দলের বেনজির সংঘাতের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ বিধানসভা। এদিন রাজ্য সংগীত অবমাননার অভিযোগ তুলে ৬ বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিল তৃণমূল। তবে তৃণমূলের এই নোটিশকে বেশি গুরুত্ব দিতে নারাজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: বাজেটের বড় ঘোষণা, এবার নামমাত্র টাকাতেই রেজিস্টার করুন সম্পত্তি

তৃণমূলের দাবি, শুক্রবার অধিবেশনের সূচনাকালে রাজ্য সংগীত বেজে ওঠে বিধানসভার অন্দরে। তা শুনে উঠে দাঁড়ান তৃণমূল বিধায়করা। কিন্তু বিজেপি বিধায়করা নিজেদের আসনেই বসেছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ দাঁড়িয়ে তারা জাতীয় সংগীত গাইতে শুরু করেন। এতে রাজ্য সংগীতের অবমাননা হয়েছে দাবি তৃণমূলের।

এই অভিযোগে ৬ জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্পিকারের কাছে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন তৃণমূলের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই নোটিশ গ্রহণ করে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিধায়ক অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, বঙ্কিম ঘোষ, শিখা চট্টোপাধ্যায় ও তাপসী মণ্ডলের বিরুদ্ধে।

আরও পড়ুন: রাজ্য বাজেটে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক বলে উল্লেখ, কেন্দ্রীয় পোর্টালে তথ্য নেই

তবে তৃণমূলের আনা এই স্বাধিকার ভঙ্গের নোটিশকে গুরুত্ব দিতে রাজি নন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভা চত্বরে সাংবাদিকদের তিনি বলেন, ‘তিন বছরে আমার বিরুদ্ধে এই নিয়ে ৬ বার স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনল তৃণমূল। এসব করে তৃণমূল প্রমাণ করল রাজ্যের মানুষ যোগ্য দলকেই বিরোধী দলের মর্যাদা দিয়েছে। সঠিক জায়গায় সূঁচ ফোটাতে পারছি বলেই ওরা এত ছটফট করছে। এসবে আমার কিছু যায় আসে না।’