David Warner becomes first Australian to make 100 appearances in all formats of cricket get to know

হোবার্ট: চলতি বছরের শুরুতেই পাকিস্তানের বিরুদ্ধে সিডনি টেস্টের পর টেস্ট ও ওয়ান ডে ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন। এবার নতুন মাইলস্টোন গড়লেন ডেভিড ওয়ার্নার (David Warner)। আগামী জুন মাসে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চান। তাই কুড়ির ফর্ম্যাটে এখনও অবসর নেননি। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের (West Indies vs Australia) বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে নামার সঙ্গে সঙ্গেই বাঁহাতি অজি ওপেনার নতুন মাইলস্টোন স্পর্শ করলেন। 

ওয়ার্নারই প্রথম অজি ক্রিকেটার যিনি ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ১০০ বা তার বেশি ম্যাচ খেলার নজির গড়লেন। এর আগে কুড়ির ফর্ম্যাটে অজি দলের জার্সিতে ১০৩ ম্যাচ খেলার নজির রয়েছে অ্যারন ফিঞ্চের। দ্বিতীয় স্থানে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। যিনি ১০০ টি টোয়েন্টি খেলেছেন। বিশ্ব ক্রিকেটের তিন নম্বর প্লেয়ার হিসেবে তিন ফর্ম্যাটেই ১০০ বা তার বেশি ম্যাচ খেলার নজির গড়েছেন ওয়ার্নার। আগে রয়েছেন ভারতের বিরাট কোহলি ও নিউজিল্যান্ডের রস টেলর। 

এদিনের ম্যাচেও ওয়ার্নার অধিনায়ক হিসেবে মাঠে নামেন। সিরিজে অধিনায়ক হিসেবে মিচেল মার্শকে বেছে নেওয়া হলেও তিনি কোভিড আক্রান্ত হওয়ায় অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন ওয়ার্নার। টস জিতে এদিন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়ার্নার। 

ছিটকে গেলেন শ্রেয়স?

শ্রেয়স আইয়ার দীর্ঘদিন ধরেই পিঠের চোটে ভুগছেন। চোটের জেরে তিনি গত মরশুমের আইপিএলে অংশগ্রহণ করতে পারেননি। অস্ত্রোপ্রচার পর্যন্ত করাতে হয়। বিশ্বকাপের আগে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটালেও মেগা টুর্নামেন্টের পর থেকে ফের সেই চোট ভোগাচ্ছে ভারতীয় তারকা ব্যাটারকে। রিপোর্ট অনুযায়ী, শ্রেয়স আইয়ার ভারতীয় মেডিক্যাল দলকে অভিযোগ জানান যে তিনি ৩০ বা তার অধিক বল খেললেই বিশষে করে ফরোয়ার্ড ডিফেন্সের মতো কিছু শট খেলার সময় কোমরে টান অনুভব করছেন, ব্যথা হচ্ছে কুঁচকিতেও।

তবে যেহেতু অস্ত্রোপ্রচারের পর এই ঘটনা প্রথম ঘটল। তাই বিসিসিআইয়ের মেডিক্যাল দলের তরফে তাঁকে আপাতত বিশ্রাম নিতে বলা হয়েছে। নিজের ফিটনেস ফিরে পেতে এরপর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও যেতে হবে শ্রেয়সকে। এই চোটের জেরে ইংল্যান্ডের  (IND vs ENG) বিরুদ্ধে সিরিজ়ের বাকি তিন টেস্টে শ্রেয়সের অংশগ্রহণ করা নিয়ে বড় রকমের প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল। শ্রেয়স অনুপস্থিত থাকলে ভারতীয় দলের চিন্তাও যে বাড়বে তা বলাই বাহুল্য।

আরও দেখুন