Ranji Trophy Bengal coach Laxmiratan Shukla assures fight back in match against Kerala

সন্দীপ সরকার, কলকাতা: কেরলের বিরুদ্ধে দ্বিতীয় দিনই দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। রঞ্জি ট্রফির (Ranji Trophy) কোয়ার্টার ফাইনালে যাওয়ার স্বপ্ন কার্যত ভেন্টিলেশনে। অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwary) হতাশা গোপন করতে পারছেন না। কখনও আম্পায়ারিংয়ের মান, তো কখনও মাঠ নিয়ে ক্ষোভ প্রকাশ করে চলেছেন। কেরলের বিরুদ্ধে ইনিংসে হারের আতঙ্ক। তার মাঝেও ডাকাবুকো থাকছেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল। জানিয়ে দিচ্ছেন, খেলা এখনও শেষ হয়নি। মারণকামড় তাঁরা দেবেনই।

২৬৫/৪ স্কোরে প্রথম দিন শেষ করেছিল কেরল। বাংলা শিবির থেকে শুক্রবার ম্যাচ শেষ হওয়ার পরেও বলা হয়েছিল যে, তিনশো রানের মধ্যে প্রতিপক্ষকে অল আউট করে ঘুরে দাঁড়ানোর জন্য ঝাঁপানো হবে। বাস্তবে দেখা গেল, আগের দিনের স্কোরের সঙ্গে আরও ৯৮ রান যোগ করল কেরল। সচিন বেবি শুক্রবার সেঞ্চুরি করেছিলেন। ১১০ রানে অপরাজিত ছিলেন তিনি। শনিবার ১২৪ রান করে আউট হলেন। সেঞ্চুরি করলেন অক্ষয় চন্দ্রণও (১০৬ রান)। বাংলার বোলারদের মধ্যে ৪ উইকেট এই ম্যাচেই দলে প্রত্যাবর্তন ঘটানো শাহবাজের আহমেদের। তিন উইকেট অঙ্কিত মিশ্রর। যিনি বাদ পড়তে পড়তেও একাদশে সুযোগ পেয়েছিলেন। শেষ মুহূর্তে প্রদীপ্ত প্রামাণিককে পিছনে ফেলে।

তবে বাংলা শিবিরের ঘুরে দাঁড়ানোর স্বপ্নকে আস্তাকুঁড়ে ছুড়ে ফেললেন কেরল বোলাররা। ৪৯ ওভার ব্যাট করে দ্বিতীয় দিনের শেষে বাংলার স্কোর ১৭২/৮। সাঁইত্রিশ পেরনো লেগস্পিনার জলজ সাক্সেনা একাই নিলেন ৭ উইকেট! মাত্র ৬৭ রান খরচ করে। একমাত্র অভিমন্যু ঈশ্বরণ ছাড়া আর কেউই রান পাননি। ৭২ রান করেন সদ্য ভারত এ দলে খেলে আসা অভিমন্যু। রান পাননি মনোজ তিওয়ারি (৬), অনুষ্টুপ মজদুমদার (০)।

কেরলের চেয়ে এখনও ১৯১ রানে পিছিয়ে বাংলা। ক্রিজে কর্ণ লাল ও সূরয সিন্ধু জয়সওয়াল। ফলো অনের আশঙ্কা এখনও দূর হয়নি। তার মাঝেও ইতিবাচক থাকার চেষ্টা করছেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল (Laxmiratan Shukla)। তিরুঅনন্তপুরম থেকে মোবাইল ফোনে বললেন, ‘দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পরই ছেলেদের নিয়ে বৈঠকে বসেছিলাম। খেলাটার নাম ক্রিকেট। এখনও কিছু শেষ হয়ে যায়নি। এখান থেকেও ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জেতা সম্ভব বলে আমি বিশ্বাস করি।’

আরও পড়ুন : Sourav Ganguly: বাড়ি থেকে চুরি গেল সৌরভের লক্ষাধিক টাকার মোবাইল ফোন, পুলিশে অভিযোগ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন