TMC MP Dev Latest update: মমতা ও অভিষেকের সঙ্গে সাক্ষাতেই কি ঘুচল মান-অভিমান? ঘাটালে ফের প্রার্থী হতে পারেন দেব

ফের একবার ঘাটাল থেকেই তৃণমূলের হয়ে ভোটে প্রার্থী হতে পারেন অভিনেতা দেব। তাঁকে ঘিরে গত কয়েক দিনে রাজ্য রাজনীতিতে নানান ঘূর্ণিপাক দেখা গিয়েছে। গত সপ্তাহেই ঘাটালের তিনটি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এরপর থেকেই শুরু হয়েছে তোলপাড়। এরপর শনির বেলা গড়াতেই ক্যামাকস্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন দেব। এরপরই অভিষেকের তিনি সোজা রওনা হন কালীঘাটের দিকে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে বাংলার এই জনপ্রিয় সুপারস্টারের। শোনা যাচ্ছে, এরপরই কার্যত স্পষ্ট হয়ে যায় যে, ফের ঘাটাল থেকে তৃণমূল প্রার্থী করছে দেবকে।

শেষবার জেলার নেতৃত্বের সঙ্গে তৃণমূল সুপ্রিমোর বৈঠকের সময় মমতা প্রশ্ন করেছিলেন ‘দেবকে কারা ডিসটার্ব করছে?’ চিরকালই মমতার অত্যন্ত স্নেহের মানুষ হিসাবেই দেবের পরিচিতি রয়েছে। এদিকে, শোনা যাচ্ছিল ২ বারের তৃণমূল সাংসদ দেব আপ অভিনেতা দেবের মধ্যে কোনও একটা সত্ত্বাকে সম্ভবত বেছে নিতে চাইছিলেন এই দীপক অধিকারী ওরফে দেব। ফিল্ম জগতে তিনি আরও জমি শক্ত করতে যে চাইছেন, তা স্পষ্ট। তাতে রাজনীতি কি বাড়তি চাপ হয়ে দাঁড়াচ্ছিল? এই প্রশ্ন কার্যত জল্পনার মতো ভেসে বেড়াচ্ছে। তারই মাঝে যাবতীয় জল্পনায় ইতি টেনে শনির সন্ধ্যায় আপাতত যা খবর, তাতে ফের একবার তৃণমূল থেকে ঘাটালে প্রার্থী হচ্ছেন দেব। শনিবারের এই হাইভেল্টেজ বৈঠক কার্যত স্পষ্ট করে দিল যে লোকসভা ভোটের আগে ঘাটালে ফের একবার দেবেই ভরসা রাখছে তৃণমূল। কার্যত সুপারস্টার এবার ভোটে ফের একবার ঘাটালের দিদির শিবিরের হয়ে ভোট ময়দানে নামতে প্রস্তুত। 

গত সপ্তাহে দেব ঘাটালের তিনটি প্রশাসনিক পদ ছাড়তেই নানান জল্পনা তৈরি হয়। উঠে আসে দেবের স্থানীয় আত্মীয়দের বক্তব্যও। এদিকে, সংসদের বাজেট অধিবেশন শেষে দেব সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে জানিয়েছিলেন, পরের বারের টিকিট পাবেন কি না, তা নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। জানা গিয়েছে, এরপর দেবের সঙ্গে দেখা করতে তাঁকে নিজের ক্যামাকস্ট্রিটের অফিসে ডেকে পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে শনিবার দুই ব্যক্তিত্বের সাক্ষাৎ হয়। জানা যাচ্ছে দেখা হওয়ার ঠিক ৪৫ মিনিট পর দেবকে নিয়ে কালীঘাটের দিকে রওনা হন অভিষেক। এরপর দিদির সঙ্গে দেবের সাক্ষাতে কী কথা হয়েছে, তা নিয়ে কৌতূহল বহু মহলে।