Suvendu on Sandeshkhali: সেদিন চাচিরা করেছিল, আজ কাকিরা করছে, সন্দেশখালি নিয়ে শুভেন্দু

সন্দেশখালিতে জনজাগরণ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার রাজ্য বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘শাহজাহানের বাড়িতে ইডির ওপর হামলা স্বতঃস্ফূর্ত জনরোষ বলেছিল তৃণমূল। সেদিন চাচিরা করেছিল, আজ কাকিরা করছে।’

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘অনভিপ্রেত ঘটনা। ১০ – ১২ বছর অত্যাচার সহ্য করার পর মানুষের ক্ষোভের বিস্ফোরণ হয়েছে। শেখ শাহজাহানের বাড়িতে ইডির ওপর হামলার দিন তৃণমূলের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় স্বতঃস্ফূর্ত জনরোষ বলেছিলেন। সেদিন চাচিরা করেছিল, আজ কাকিরা করছে।’

বুধ ও বৃহস্পতিবারের পর শুক্রবারও তৃণমূল নেতাদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে সন্দেশখালি। জেলিয়াখালিতে তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার একের পর এক পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেন সশস্ত্র মহিলারা। এর পর জনরোষ আছড়ে পড়ে শিবু হাজরার বাড়িতে। দরজা ভেঙে বাড়িতে ঢুকে আগুন লাগিয়ে দেয় জনতা। ব্যাপক ভাঙচুর চালানো হয় বাড়িতে। খবর পেয়ে বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ততক্ষণে ভস্মীভূত হয়ে গিয়েছে শিবু হাজরার বাড়ির একতলা।

বুধ ও বৃহস্পতিবারের ঘটনায় এখনো পর্যন্ত ৩ জন গ্রামবাসী ও ২ জন তৃণমূলকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযুক্ত তৃণমূল নেতা উত্তম সরদার ও শিবু হাজরার কোনও খোঁজ নেই। শুক্রবার গ্রামবাসীদের শিবুর বাড়িতে আগুন দিতে দেখে পালটা বিক্ষোভ দেখাতে থাকেন তাঁর অনুগামীরা। তবে মোটা বাঁশ – লাঠি নিয়ে রণমূর্তিধারী গ্রামবাসীদের বেশি কাছে ঘেঁষেনি তারা। স্থানীয় পঞ্চায়েত প্রধানের দাবি, গ্রামবাসীদের অভিযোগ ভিত্তিহীন। কারও কাছে কোনও প্রমাণ নেই। বিরোধী দলের শেখানো কথা বলছে তারা।