দেড় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে গার্মেন্টস শ্রমিকরা

সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্বরের অদূরে জেআইসি গার্মেন্টস শ্রমিকরা দেড়ঘণ্টা ব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে৷ খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ থানা পুলিশের আপ্রাণ প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়৷ 

জানাজায়, ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি গার্মেন্টস শ্রমিকদের দাবি তাহারা গার্মেন্টসে যাতায়াতের সময় দেবপাড়া,গোপলা স্যান্ড সহ প্রত্যেক ওই সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থানরত সিএনজি অটোরিকশা শ্রমিকরা তাদেরকে গার্মেন্টসে আসা যাওয়ায় প্রতিবন্ধকতা সৃস্টি করে তাদেরকে অটোরিকশা, টমটম সহ বিভিন্ন ছোট গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে, ফলে শতশত শ্রমিকরা যাতায়াতে ব্যাপক বিঘ্নতার সৃস্টি হচ্ছে, যার কারণে তারা সময়মতো পৌঁছে না পারায় অনেকেরই চাকরি হারানোর উপক্রম৷ তাই অতিষ্ঠ হয়ে ঘটনার সময় তারা মহাসড়কে মিছিল দিয়ে ও নারী শ্রমিকরা সড়কে অনশন শুরু করেন৷ 

এ খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক নেতৃবৃন্দের সাথে সমঝোতার আলাপ করলে আন্দোলনরত শ্রমিকরা তাদের অবরোধ তোলে নেয়৷ এসময় মহাসড়কের দু’পাশে শতশত যানবাহন ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সহ অনেক বিদেশ যাত্রীরাও আটকা পড়েন৷ যার ফলে দুর্ভোগ চরম আকার ধারণ করে৷

 



শাকিল/সাএ