জুরাইনে গ্যাসের চুলার আগুনে নারীসহ দগ্ধ ৩

রাজধানীর জুরাইনে বাসায় রান্না করার সময় গ্যাসের চুলার আগুনে একই পরিবারের নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কদমতলীর জুরাইন ঋষিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— বিনা রানী (৩৭), তার দুই দেবর বনমালী (২৬)ও তপু দাস (৩৬)।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক মাসুমা মুন্নী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিনা রানীর শরীরে ৫০ শতাংশ ও বনমালীর শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। এছাড়াও তপু দাসের দুই হাত, মুখমণ্ডল, শরীরের বিভিন্ন স্থানে পুড়ে গেছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ মুহূর্তে তাদের কাউকেই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

হাসপাতালে নিয়ে আসা দগ্ধ বিনা রানীর দেবর তপু দাস বলেন, সন্ধ্যায় বাসার রান্নাঘরে বিনা রানী রান্না করতে গিয়েছিলেন। সেখানে গ্যাসের চুলা থেকে উপরে ঝুলানো গামছায় আগুন লেগে যায়। এতে বিনা রানী দগ্ধ হন। এসময় তাকে উদ্ধারে দুই দেবর এগিয়ে এলে তারাও দগ্ধ হন।