Jasprit Bumrah: টেস্টে বিশ্বের ১ নম্বর বোলার এখন বুমরা, কিন্তু একসময় শাস্ত্রীকে কী বলেছিলেন তারকা পেসার?

<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> দেশের প্রথম পেস বোলার হিসেবে টেস্টে বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করেছেন যশপ্রীত বুমরা। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বিশাপত্তনমে দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট তুলে নিয়েছিলেন। মোট ৯ উইকেট তুলে নিয়েছিলেন। বুমরা যখন টেস্টে অভিষেক করেন তখন ভারতীয় দলের কোচ ছিলেন রবি শাস্ত্রী। দীর্ঘ সময় খুব কাছ থেকে দেখেছেন তারকা ডানহাতি পেসারকে। <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের মঞ্চ থেকে সাদা বলের ফর্ম্য়াট পেরিয়ে লাল বলের ফর্ম্য়াটে পা রেখেছিলেন বুমরা। আর বাকিটা ইতিহাস। কিন্তু শুরুটা কেমন ছিল? সেই স্মৃতিচারণা করলেন এবার শাস্ত্রী।</p>
<p style="text-align: justify;">২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে অভিষেক হয়েছিল বুমরার। সেই প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ”আমি ওকে প্রথম যখন বলেছিলাম তখন কলকাতায় খেলা ছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম বুমরাকে যে টেস্ট খেলতে ও ইচ্ছুক কি না। ও তখন আমাকে বলেছিল যে টেস্ট খেলাই ওর লক্ষ্য একমাত্র জীবনের। ও বলেছিল যে টেস্টে যেদিন খেলতে পারবে, সেদিন ওর জীবনের সবচেয়ে বড় দিন হবে।” প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার আরও বলেন, ”আমি জানতাম ও সাদা বলের ফর্ম্যাটে দুরন্ত পারফর্ম করেছে। কিন্তু টেস্টে ও কতটা ক্ষুধার্ত তা দেখতে চেয়েছিলাম। আমি ওকে বলেছিলাম যে তৈরি থাকতে। দক্ষিণ আফ্রিকা সফরে ওকে ভেবে রেখেছিলাম।"</p>
<p>ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের বাকি তিন ম্যাচের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। তবে আগের দুই টেস্টের মতো আগামী ৩ টেস্টেও নাম নেই বিরাট <a title="কোহলি" href="https://bengali.abplive.com/topic/virat-kohli" data-type="interlinkingkeywords">কোহলি</a>র। ব্যক্তিগত কারণ জানিয়েই সরেছেন বিরাট, তাঁর সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েই ভারতীয় শিবির থেকে বাদ রাখা হয়েছে, এমনটাই জানান হয়েছে বিসিসিআই-এর তরফে। এবার বরং রোহিত শিবিরে জায়গা করে নিলেন বাংলার এক পেসার।&nbsp; &nbsp;</p>
<p>ভারতীয় এ দলের হয়ে এর আগে দারুণ পারফরম্যান্স করেছিলেন বাংলার পেসার আকাশ দীপ। বিসিসিআই এর তালিকায় এবার রয়েছে তাঁর নামও। মুকেশ কুমারের পরে বাংলার আরও এক পেসার ঢুকে পড়লেন টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়াডে।এদিকে, চোটের জন্য ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন&nbsp;<a title="শ্রেয়স আইয়ার" href="https://bengali.abplive.com/topic/shreyas-iyer" data-type="interlinkingkeywords">শ্রেয়স আইয়ার</a>। অনুশীলনে দীর্ঘক্ষণ ব্যাটিংয়ের সময় তাঁর পিঠে খিঁচ এবং কুঁচকিতেও ব্যথা অনুভব হয়। বিসিসিআইয়ের মেডিক্যাল দলের তরফে তাঁকে আপাতত বিশ্রাম নিতে বলা হয়েছে। নিজের ফিটনেস ফিরে পেতে এরপর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও যেতে হবে শ্রেয়সকে। শ্রেয়স অনুপস্থিত থাকলে&nbsp;<a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>ের চিন্তাও যে বাড়বে তা বলাই বাহুল্য। পিঠে চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিন টেস্ট ম্যাচ খেলতে পারবেন না ডান হাতি এই ব্যাটার। ফলে, চোটের তালিকা আরও লম্বা হল ভারতের।&nbsp;</p>